• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৮:৫৪:৪৪ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৮:৫৪:৪৪ (20-May-2024)
  • - ৩৩° সে:

নবাবগঞ্জে সড়কের পাড় নষ্ট করে ইছামতীতে ব্যক্তিগত পাইপলাইন নিতে ড্রেন

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়নের ধাপারী বাজারে প্রায় ৫শ’ মিটার সড়কের পাড় ড্রেন করে ব্যক্তিগত পাইপলাইন নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে, ব্যক্তি স্বার্থে ওই এলাকার বাসিন্দা রইসুজ্জামান নামের এক ব্যক্তির ৩ তলা মার্কেটের সকল পানি ও সেফটিক ট্যাংকের ময়লা পানি ইছামতীতে ফেলার জন্য এই পাইপলাইন নিতে ড্রেন করছেন। এতে সড়কের পাশে হাঁটু পর্যন্ত গর্ত করা হয়েছে। বেশ কয়েকদিন সময় নিয়ে এই গর্ত রইসুজ্জামানের মার্কেটের সেফটিক ট্যাংক থেকে ইছামতী নদী পর্যন্ত সম্পন্ন করা হয়েছে। কয়েকদিন যাবৎ বৃষ্টি হওয়ায় কাজ বন্ধ রয়েছে। এদিকে ভবনের ময়লা আবর্জনা ও পানি ইছামতী নদীতে পাইপলাইন দিয়ে ফেললে যেমন পানি দূষণ হবে৷ তেমনি এই পানি দূষণের ফলে নদীর পানি থেকে নানা রোগে আক্রান্ত হতে পারে গ্রামের মানুষ। এমনটাই অভিযোগ স্থানীয়দের। অভিযোগ করে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা বলেন, এই পাইপলাইন ব্যক্তিগত উপকার আসবে৷ কিন্তু জনগণের উপকার আসবে না৷ বাজারের লোকজনদের ভুল বুঝিয়ে কাজ সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে।এছাড়া পাইপলাইনের জন্য যে গর্ত করা হয়েছে তার জন্য বেশ কয়েকদিন ধরে গাড়িসহ পায়ে হেঁটে সাধারণ মানুষের চলাচলে কষ্টকর হয়ে পড়েছে। এলজিইডির আওতায় সরকারি (কার্পেটিং) পাকা সড়কের পাড় গর্ত করেছেন অনুমোদন ছাড়াই৷ এসব পাইপলাইন নিতে ড্রেনের জন্য গর্ত করলে অনুমোদন নিতে হবে৷ অথচ, এ ক্ষেত্রে পাইপলাইনের জন্য কোন ধরনের অনুমোদন দেয়া হয়নি বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন৷রইসুজ্জামান বেশিরভাগ সময় দেশের বাহিরে থাকায় তার এসব কাজ দায়িত্ব নিয়ে পরিচালনা করছে স্থানীয় বান্দুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য হারুন উর রশীদ দিপক৷তার সাথে কথা হলে তিনি মুঠোফোনে বলেন, রইসুজ্জামানের ভবনের পানির জন্যই করা হয়েছে। তবে, বাজারের অনেকজায়গায় পানি জমে থাকে, সেসব পানিও এই পাইপ দিয়ে চলাচল করবে৷এদিকে ধাপারী বাজার বণিক সমিতির সভাপতি আরিফুল ইসলাম চঞ্চল বলেন, পাইপলাইন রইসুজ্জামান ব্যক্তিগতভাবেই করছেন৷ তার ৩ তলা মার্কেট ও বাজারের পানি চলাচল করবে বলে বাজার কমিটিকে জানিয়েছেন রইসুজ্জামান৷এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান এশিয়ান টিভি অনলাইনকে মুঠোফোনে জানান, বিষয়টি আমি অবগত নই৷ তবে, ব্যক্তিগত ভবন বা বাড়ির পানি ও সেফটিক ট্যাংকের ময়লা পানি নদীতে ফেলার জন্য যদি কেউ পাইপলাইন নেয়ার জন্য (ড্রেন) গর্ত করে থাকে তাহলে অবশ্যই বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে৷ কোনভাবেই ব্যক্তিস্বার্থে এই পাইপলাইন নিতে দেয়া হবে না।