• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১২:৩৪:২৫ (21-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১২:৩৪:২৫ (21-May-2024)
  • - ৩৩° সে:

নলডাঙ্গায় ঘাসমারা ওষুধ ছিটিয়ে ১০ বিঘা জমির পেঁয়াজ ধ্বংস করেছে দুর্বৃত্তরা

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গার বাসুদেরপুর মাঠে ৮ জন কৃষকের ফসলে ঘাসমারা ওষুধ ছিটিয়েছে দুর্বৃত্তরা।১১ মার্চ সোমবার গভীর রাতে ঘাসমারা ওষুধ ছিটিয়ে পিপরুল ইউনিয়নের বাঁশভাগ গ্রামের আজিজুল ইসলাম, শ্যামনগর গ্রামের ফরহাদ হোসেনসহ ৮ জন কৃষকের প্রায় ১০ বিঘা পেঁয়াজের ক্ষেত নষ্ট করেছে দুর্বৃত্তরা।বিষয়টি নিয়ে ১২ মার্চ মঙ্গলবার নলডাঙ্গা থানা ও উপজেলা কৃষি অফিসে অভিযোগ করেছেন কৃষকরা।ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন, জমি লিজ নিয়ে তারা পেঁয়াজ রোপণ করেন। কিন্তু রাতে শত্রুতা করে ঘাসমারা ওষুধ প্রয়োগ করে ফসল নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।এ ঘটনায় মঙ্গলবার ক্ষতিগ্রস্ত কৃষকরা তাদের প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে নলডাঙ্গা থানা, উপজেলা কৃষি অফিসে অভিযোগ করেন।নলডাঙ্গা উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার মো. কিষোয়ার হোসেন জানান, বিষয়টি জানার সাথে সাথেই নলডাঙ্গা উপজেলা কৃষি বিভাগ এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার মাধ্যমে সহায়তা প্রদান করা হবে।