হোয়াটসঅ্যাপের সাথে পাল্লা দিতে টেলিগ্রামের নতুন ফিচার
রোমাঞ্চ তালুকদার: সম্প্রতি হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে টেলিগ্রামে আনা হয়েছে কমিউনিটি ফিচার। দুটি অ্যাপেই আনলিমিডিটেড ফলোয়ারদের কাছে মেসেজ পাঠানোর সুযোগ রাখা হয়েছে হয়েছে। লড়াইয়ে এগিয়ে যেতে টেলিগ্রাম এবার যুক্ত করলো নতুন ফিচার।এখন থেকে ব্যবহারকারীদের কাছে আগ্রহ অনুযায়ী সম্ভাব্য চ্যানেল খুঁজে নেওয়ার সুযোগ থাকছে। প্রিমিয়াম ব্যবহারকারীরা এখন তাদের পছন্দের যেকোনো চ্যানেলকে বুস্ট করতে পারবে। চাইলে করা যাবে আপগ্রেডও। একই সাথে বুস্টের উপরে নির্ভর করে ইমোজিও পাবেন তারা।আগে চ্যানেলগুলোর বৈশিষ্ট্য ছিল অনেক দুর্বল। বিশেষ করে অডিয়েন্সের এনগেজমেন্টকে বোঝার ক্ষেত্রে নতুন আপগ্রেডেশনের দরকার ছিলো। যোগ করা হয়েছে উপহার কিংবা প্রিমিয়ার সাবস্ক্রিপশন ।টেলিগ্রাম হোয়াটসঅ্যাপের থেকে নতুন হলেও খুব দ্রুতই সবার নজর কেড়েছে। হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি নিয়ে বিতর্ক ওঠার পর থেকে বেড়েঠে টেলিগ্রামের ব্যবহারকারীর সংখ্যা।