• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে শ্রাবণ ১৪৩২ রাত ১১:২৩:৫০ (08-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে শ্রাবণ ১৪৩২ রাত ১১:২৩:৫০ (08-Aug-2025)
  • - ৩৩° সে:

বাংলাদেশের হয়ে জাপান বিশ্বকাপের প্রতিনিধিত্ব করার সুযোগ

নিজস্ব প্রতিবেদক: জাপানি সংস্কৃতিতে পরিষ্কার পরিচ্ছন্নতা তাদের দৈনন্দিন জীবন এবং সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি শুধুই ব্যক্তিগত স্বাস্থ্যবিধির বিষয় নয়, বরং এটি একটি সমাজের আধ্যাত্মিক, সামাজিক দায়িত্ব ছাড়াও রুচিশীলতার বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত হয়।কোনো প্রকার ডাস্টবিন ও পরিচ্ছন্নতা কর্মী না থাকার পরেও কীভাবে একটি দেশকে পরিচ্ছন্নতার দিক থেকে বিশ্বের শ্রেষ্ঠ দেশ হিসেবে গড়ে তোলা যায় জাপান তার উজ্জ্বল দৃষ্টান্ত।আর সেই পরিচ্ছন্ন দেশ জাপানকে আদর্শ হিসেবে লালন করে বাংলাদেশের রাস্তা-ঘাট, অলিগলি, খেলার মাঠ, বাড়ির আঙিনা থেকে শুরু করে প্রতিটি স্থানকে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে একদল যুবক। মানুষকে উদ্বুদ্ধ করে চলছে নিজের আঙিনাসহ আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। এমনকি পরিষ্কার পরিচ্ছন্নতায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় নিয়মিত প্রতিযোগিতা এবং পুরস্কারের আয়োজনও করে চলছে যুবকদের সেই টিম।রাজধানী উত্তরার ১৮ নম্বর সেক্টর রূয়াপ থেকে ‘ওয়ান ব্যাগ ট্রাশ’ নামে ২০২২ সালে শুরু হয় এর যাত্রা। বর্তমানে এটি স্পোগোমি জাপান ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করার জন্য সারাদেশ থেকে লটারির মাধ্যমে ৬০টি টিমকে বাছায় করা হয়েছে।স্পোগোমি হচ্ছে একটা পরিবেশবান্ধব খেলা। তথা আবর্জনা কুড়ানোর খেলা। আর এই খেলার মূল লক্ষ্য পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও মানুষের দীর্ঘ জীবনকে রক্ষা করা।মূলত স্বেচ্ছাসেবকরা যেই কাজটা করে থাকে জাপানিজরা সেই কাজকে একটি খেলায় রূপান্তর করে কাজটিকে আকর্ষণীয় ও বিনোদনমূলক করে তুলতে কিছু নিয়ম কানুনের মাধ্যমে এই খেলা আবিষ্কার করেছে। আর সেটা হলো একটি নির্দিষ্ট এরিয়াতে বেধে দেয়া সময়ের মধ্যে দলগতভাবে ময়লা আবর্জনা কুড়িয়ে এনে সেগুলো বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আলাদা করে সেই অনুযায়ী পয়েন্ট দেয়া। যাদের পয়েন্ট সব চেয়ে বেশি তারাই খেলায় বিজয়ী বলে পরিগণিত হবে।জাপান এই খেলাটিকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে প্রতি দুই বছর পরপর বিশ্বকাপের আয়োজন করেছে। যার প্রথমটি হয় ২০২৩ সালে। যেখানে বিশ্বের ২১টি দেশ অংশগ্রহণ করে। ফলে এ বছর খেলার চাহিদা বেশ কয়েকগুণ বৃদ্ধি পেয়ে বিশ্বের নানা প্রান্ত থেকে প্রায় ৩৮টি দল অংশগ্রহণ করতে ইচ্ছে প্রকাশ করে। যার মধ্যে বাংলাদেশসহ বিশ্বকাপে খেলা সুযোগ পেয়েছে ৩০টি দল।আগামী ১৬ আগস্ট বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মূল বাছাই পর্বে অংশ গ্রহণ করবে ৬০টি দল। সেখান থেকে যেই দল বিজয়ী হবে তারাই বাংলাদেশের হয়ে জাপান বিশ্বকাপের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।