• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ০৩:০১:০৯ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ০৩:০১:০৯ (01-May-2025)
  • - ৩৩° সে:

ঘেরের মধ্যেই মরে ভেসে উঠছে বাগদা চিংড়ি, দুশ্চিন্তায় চাষিরা

সাতক্ষীরা প্রতিনিধি: ঘেরের মধ্যেই মরে ভেসে উঠছে সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ি। সাতক্ষীরা জেলার মৎস্য ঘেরগুলোতে চিংড়ির এমন মৃত্যুর ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন চাষিরা। মৌসুমের শুরুতে হঠাৎ করে চিংড়ির এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে মৎস্য চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন।তবে এ সংকট কাটিয়ে উঠতে নিম্ন মানের পোনার ব্যবহার না করা এবং ঘেরের পানি বৃদ্ধিসহ নানা পরামর্শ দিয়েছেন মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।সাতক্ষীরায় ঘের মালিকরা জানান, বাগদা চিংড়িতে মড়ক দেখা দিয়েছে। ঘেরের মধ্যে মাছ মরে লাল হয়ে যাচ্ছে। পচে পানি দুর্গন্ধ হচ্ছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই ঘেরে মারা যাচ্ছে এসব চিংড়ি। ওষুধ ব্যবহার করলেও কোনো কাজ হচ্ছে না। খুঁজে পাচ্ছেন না সমাধানের পথও। সদর উপজেলাসহ জেলার অধিকাংশ বাগদা ঘেরে এমন মড়ক দেখা দিয়েছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির আশংকা করছেন বাগদা চাষিরা।ভাইরাস লেগে মাছগুলো লাল হয়ে যাচ্ছে। মরা মাছের কোন দাম নেই। প্রথমে ১-২টা করে মরা শুরু হলেও দিন দিন মরার সংখ্যা বেড়ে যাচ্ছে। এটির প্রতিকার না হলে চাষিরা পথে বসবে। ভাইরাসে বার বার ক্ষতি হওয়ার কারণে ঘের ছোট করছে অনেকে।সাতক্ষীরা সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ঘেরে পানি কম থাকায় বাগদার মৃত্যু হার বাড়ছে। এছাড়া নিম্নমানের পোনাও মৃত্যুর আরেকটি কারণ। তাই ঘেরে পানির গভীরতা বাড়াতে বলা হচ্ছে। এছাড়া ঘের প্রস্তুতির সময় মাটি নিয়েও ল্যাবে পরীক্ষা করছি। পাশাপাশি ভালো পোনা ছাড়ার পরামর্শও দেওয়া হচ্ছে, যাতে চাষিরা ক্ষতির হাত থেকে রক্ষা পায়।