• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই মাঘ ১৪৩২ বিকাল ০৪:৫২:৪০ (29-Jan-2026)
  • - ৩৩° সে:
এক সপ্তাহ না যেতেই উঠে যাচ্ছে রাস্তার পিচ

এক সপ্তাহ না যেতেই উঠে যাচ্ছে রাস্তার পিচ

নওগাঁ (পশ্চিম) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় উপজেলা চত্বরের রাস্তা পাকা করার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কাজ শেষের এক সপ্তাহ না যেতেই কার্পেটিং উঠে যাওয়ায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।উপজেলা প্রশাসনের নাকের ডগায় এমন নিম্নমানের কাজ হওয়ায় বিস্মিত সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান, সাইফুল ইসলাম, তোফাজ্জল হোসেন ও শরিফুল ইসলামসহ অনেকে অভিযোগ করে বলেন, উপজেলা চত্বরে যদি এভাবে অনিয়ম করে কাজ করা হয়, তাহলে অন্য জায়গায় ঠিকাদাররা কী মানের কাজ করেন— তা সহজেই অনুমেয়। বিষয়টি পুরো উপজেলায় আলোচনার জন্ম দিয়েছে।স্থানীয় সূত্র জানায়, মাত্র পাঁচ দিন আগে রাস্তাটির কার্পেটিং সম্পন্ন করা হয়েছে, অথচ হাতের টানে ও পায়ের ঘঁষায় উঠে যাচ্ছে পিচ।এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তানজিমুল ইসলাম নামের এক ঠিকাদারকে কাজটি সম্পাদনের নির্দেশ দেওয়া হয়। প্রকল্পটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬ লাখ ৪৭ হাজার ৭০১ টাকা।এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তানজিমুল ইসলাম বলেন, ‘এই কাজে আমাদের অনেক লোকসান হয়েছে। তারপরও কাজ করছি। কিছু জায়গায় সমস্যা আছে, সেগুলো ঠিক করে দেওয়া হবে।’কাজ তদারকির দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম অনিয়মের বিষয়টি আংশিক স্বীকার করে বলেন, ‘কাজটি দেখভালের জন্য চারজন কার্যসহকারী ছিল। আমি নিজেও পয়েন্টে ছিলাম। কিছু ত্রুটি-বিচ্যুতি আছে, সেগুলো সংশোধন করা হবে।’এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মান্দা উপজেলা শাখার প্রকৌশলী আবু সায়েদ বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলা হয়েছে। দ্রুত সমস্যাগুলো চিহ্নিত করে কাজ করে নিতে বলা হয়েছে। কাজ সন্তোষজনকভাবে সম্পন্ন না হলে বিল দেওয়া হবে না।’