• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৬:১২:১৮ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৬:১২:১৮ (20-May-2024)
  • - ৩৩° সে:

বীরগঞ্জে এক ছাদের নিচে নির্মাণ হচ্ছে মসজিদ-মন্দির

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে মোহাম্মদপুর ইউনিয়নের রসুলপুর গোধূলী বৃদ্ধাশ্রমে ৩০ শতাংশ জমির উপর ২৮ লাখ টাকা ব্যয়ে একই ছাদের নিচে মসজিদ-মন্দির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।৭ অক্টোবর শনিবার মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপালদেব শর্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (দিনাজপুর-১) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহিনুর ইসলাম, দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দ মহারাজ, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. ডিসি রায়, হিন্দু কল্যাণ ট্রাস্ট দিনাজপুর অফিসের সহকারী পরিচালক আলহাজ্ব মশিউর রহমান ও জেলা পরিষদের সাবেক সদস্য আতাউর রহমান বাবু।বৃদ্ধাশ্রমে এক ছাদের নিচে মসজিদ-মন্দির ভিত্তিপ্রস্তর স্থাপন করে সুধী সমাবেশে মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেন, এই উপমহাদেশে যতগুলি সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে হয়েছে, সব রাজনৈতিক কারণে হয়েছে। ধর্মীয় ব্যক্তিরা দাঙ্গাবাজ হয় না। ধর্ম ব্যবাসায়ীরা দাঙ্গা সৃষ্টি করে। ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করবার জন্য সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করা হয়। ধর্মীয় কারণে কখনো কোনো সংঘাত সৃষ্টি হয়নি। এক ছাদের নিচে মসজিদ-মন্দির বিনির্মাণ মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ।