• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৮:১৭ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৮:১৭ (20-May-2024)
  • - ৩৩° সে:

ঈদ শপিং করা হলো না তিন বন্ধুর, দাফন হলেন পাশাপাশি

কুমিল্লা প্রতিনিধি: ফেনীতে বালুবাহী ট্রাক চট্টগ্রামগামী মেইল ট্রেনের ধাক্কায় নিহত কুমিল্লার ৩ জনের বাড়িতে স্বজনদের আহাজারি চলছে।৫ এপ্রিল শুক্রবার পূবালী নামক এলাকায় রিপন চেয়ারম্যানের বালুঘাট থেকে একটি ট্রাক রেললাইন পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।নিহত তিন বন্ধু ঈদ শপিং করতে যাচ্ছিলেন। নিহত তিনজনের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শাকতলা গ্রামে। তারা হলেন ইয়াছিনের ছেলে সাজ্জাদ (২০), রুহুল আমিনের ছেলে রিফাত (১৯) ও নুরুল ইসলামের ছেলে দ্বীন মোহাম্মদ (১৯)। বিকেলে শাকতলা আজিজিয়া হাফজিয়া মাদ্রাসা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে। তিন বন্ধুক একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।উপজেলার চিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।চেয়ারম্যান জানান, শাকতলা গ্রামের ১১ জন বন্ধু চট্টগ্রামে গিয়ে শপিং করার উদ্দেশ্য সকালে পাশের উপজেলা নাঙ্গলকোট হাসানপুর গিয়ে ট্রেনে উঠে। তিনজন ট্রেনের ইঞ্জিনের কাছে বসে আর বাকি আটজন ট্রেনের ভিতরে বসে। ফেনীর ফাজিলপুর এলাকায় বালুবাহী ট্রাক চট্টগ্রামগামী মেইল ট্রেনের ধাক্কায় ইঞ্জিনের কাছে বসা তিন বন্ধু নিহত হন। ভিতরে থাকার কারণে অপর আটজন বেঁচে যান।