• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ১০:২৭:২২ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ১০:২৭:২২ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল মোবাইল কোর্ট

মানিকগঞ্জ প্রতিনিধি: পরিবেশ অধিদপ্তরের নজরদারির বাইরে গিয়ে অবৈধভাবে পরিচালিত হচ্ছিল একের পর এক ইটভাটা। ১৬ এপ্রিল বুধবার পরিবেশ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে সিংগাইরের তিনটি অবৈধ ইটভাটা চিহ্নিত করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এসব পরিবেশবিধ্বংসী ভাটার চিমনি ভেঙে ফেলা হয়। এ সময় ধ্বংস করা হয় সিংগাইর এলাকার রমাকান্তপুরের মেসার্স রাকমান ব্রিকস ও মেসার্স সফুর ব্রিকস এবং বলধারা এলাকার আটকুড়িয়ার মেসার্স এএমসি ব্রিকস।এই সব ইটভাটা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর একাধিক ধারা লঙ্ঘন করে দীর্ঘদিন ধরে পরিবেশ ধ্বংস করে আসছিল। স্থানীয়দের অভিযোগ ছিল—এসব ভাটার কারণে কৃষি জমি, বসতবাড়ি ও জনস্বাস্থ্যে মারাত্মক ক্ষতি হচ্ছিল।অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিদর্শক মনোয়ারুল ইসলাম। অভিযানে সহায়তা করেন র‌্যাব-৪, বাংলাদেশ সেনাবাহিনী এবং জেলা পুলিশের সদস্যরা।পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। পরিবেশ ধ্বংস করে গড়ে ওঠা কোনো অবৈধ ইটভাটাই আইনের হাত থেকে রেহাই পাবে না।