• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই পৌষ ১৪৩২ রাত ১০:২১:৫৬ (31-Dec-2025)
  • - ৩৩° সে:
গাজীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১

গাজীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১

গাজীপুর উত্তর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে জাসাস নেতা ফরিদ সরকারকে ইটভাটায় ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পিটিয়ে হত্যাকাণ্ডের ঘটনায়, মামলার প্রধান আসামি আবু তাহের ওরফে তারা ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।৩০ ডিসেম্বর মঙ্গলবার রাতে গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান পরিচালনা করে শ্রীপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।নিহত মো. ফরিদ সরকার (৩৫) উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মো. জামাল উদ্দিন সরকারের ছেলে। তিনি গোসিঙ্গা ইউনিয়ন জাসাসের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।গ্রেফতার আবু তাহের ওরফে তারা ডাকাত (৪০) গাজীপুরের কাপাসিয়া উপজেলার সূর্য নারায়ণপুর গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে।শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, গত ২৩ ডিসেম্বর মঙ্গলবার রাতে খুনিরা ফরিদ সরকারকে মোবাইলে ফোনে লতিফপুর গ্রামের কেবিএম ইটভাটায় ডেকে নেন। ডেকে নিয়ে গভীর রাতে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যা নিশ্চিত করে ফেলে যায়। এ ঘটনায় নিহতের বড়ভাই ফারুক হোসেন বাদী হয়ে তারা ডাকাতসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।তিনি আরও জানান, মামলা প্রধান আসামি তারা ডাকাতকে গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকা গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।