• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে বৈশাখ ১৪৩২ সকাল ১১:০৬:১২ (14-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৩১শে বৈশাখ ১৪৩২ সকাল ১১:০৬:১২ (14-May-2025)
  • - ৩৩° সে:

খেলা

সিরিজ খোয়ালো বাংলাদেশ

৩ মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:৫৮:৫৫

সিরিজ খোয়ালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ইংল্যান্ডের দেয়া ৩২৭ রানের লক্ষে ব্যাট করতে নেমে ১৯৪ রানে অলআউট হয় টাইগাররা। ১৩২ রানের ম্যাচ জয়ের  পাশাপাশি সিরিজ জয়ও নিশ্চিত করেন ইংল্যান্ড।

৩২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।  একে একে সাজঘরে ফেরেন টপ অর্ডারের তিন ব্যাটার। ইংলিশ পেসার স্যাম কারানের তোপে ২ ওভার পার হতেই ৯ রানে ৩ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। এরপর দলের হয়ে হাল ধরেন সাকিব ও তামিম। এই দুই ব্যাটারের ব্যাটে দলের প্রাথমিক বিপর্যয় কাটলেও জয়ের জন্য লড়তে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৯৪ রানে থামে টাইগারদের ইনিংস।  

বাংলাদেশের পক্ষে ৫৮ রান করেন সাকিব, এছাড়া অধিনায়ক তামিমের ব্যাট  থেকে আসে ৩৫ রান। ইংল্যান্ডের আদিল রশিদ ৪৫ রানে নেন ৪ উইকেট, এছাড়া ৩ উইকেট লাভ করেন  স্যাম কারেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা ইংল্যান্ড জেসন রয়ের সেঞ্চুরিতে ভর করে ৩২৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। জেসন রয় ছাড়াও অধিনায়ক বাটলার করেন ৬৪ বলে ৭৬ রান, মঈন আলী ৩৫ বলে ৪২ ও স্যাম কারান ১৯ বলে ৩৩ রানের টর্নেডো ইনিংস উপহার দেন। বাংলাদেশের হয়ে তাসকিন ৩টি, মিরাজ ২টি, সাকিব ও তাইজুল একটি করে উইকেট লাভ করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ