• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে বৈশাখ ১৪৩১ রাত ০৮:৫১:২৮ (06-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২৩শে বৈশাখ ১৪৩১ রাত ০৮:৫১:২৮ (06-May-2024)
  • - ৩৩° সে:

লাইফস্টাইল

টক-ঝাল-মিষ্টি স্বাদের বেগুন রান্না

৭ এপ্রিল ২০২৪ দুপুর ০২:০৫:৪০

টক-ঝাল-মিষ্টি স্বাদের বেগুন রান্না

লাইফস্টাইল ডেস্ক: বেগুন একটি সহজলভ্য সবজি। যা সারা বছরেই পাওয়া যায়। বেগুন আকৃতির পাওয়া যায়, একটি গোল ও আর একটি লম্বা। বেগুন দুইটির স্বাদেরও ভিন্নতা রয়েছে। চলুন এবার বেগুনের ভিন্ন স্বাদের রেসিপি বানিয়ে ফেলি। যা একসঙ্গে টক-মিষ্টি-ঝালের স্বাদ দিবে। তাহলে চলুন দেখে নেই টক-মিষ্টি-ঝাল স্বাদের বেগুন তরকারি রান্নার রেসিপি।

এটি তৈরি করতে যা যা লাগবে-

গোল বেগুন-২টি, লবণ, মরিচ গুড়া, হলুদ গুড়া, ধনিয়া গুড়া, জিরা গুড়া, কর্নফ্লাওয়ার, দারচিনি, এলাচ, আদা বাটা, রসুন বাটা, পেয়াজ বাটা, টমেটো ও টমেটো সস, চিনি এবং ধনে পাতা।

যেভাবে তৈরি করবেন-

বেগুন গোল করে কেটে নিন। এতে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও কর্ন ফ্লাওয়ার দিয়ে মেখে রাখুন। এরপর তেলে হালকা ভেজে নিন। এবার প্যানে তেল গরম করে দুই টুকরা দারচিনি ও লবঙ্গ দিয়ে দিন। কিছুক্ষণ ভেজে আধা কাপ পেঁয়াজ বাটা দিন। এবার ১ চা চামচ আদা বাটা ও রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিন।

এতে সামান্য পানি দিয়ে আধা চা চামচ করে ধনিয়া ও জিরার গুঁড়া দিন। ১ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া ও লবণ দিয়ে নাড়তে থাকুন। এরপর এতে টমেটো সস ও টমেটো কুচি ছেড়ে দিন। স্বাদ মতো চিনি দিন। ভালোভাবে কষিয়ে নিন। তেল ভেসে উঠলে বেগুন দিয়ে দিন। এরপর আধা কাপ পানি দিয়ে ঢেকে দিন। ঝোল শুকিয়ে এলে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ