স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নব-নির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ।
২৪ মার্চ শুক্রবার বিকেল চারটায় রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবনে তারা সাক্ষাৎ করেন।
এ সময় নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে মো. তাজুল ইসলাম বলেন, সকল ডিপ্লোমা প্রকৌশলীদেরকে সংগঠিত হয়ে ডিপার্টমেন্টের উন্নয়নে কাজ করতে হবে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোভূক্ত বি.সি.এস (জনস্বাস্থ্য প্রকৌশল) ক্যাডারে সহকারী প্রকৌশলী পদে ৭৩ জনকে পদোন্নতি, গ্রেডেশন তালিকা হালনাগাদসহ ডিপ্লোমা প্রকৌশলীদের পাশে থেকে উল্লেখযোগ্য অবদান রাখায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন সংগঠনের সভাপতি বেগম ফতেহ জামিমা বিনতে ইসলাম। তিনি প্রত্যাশা করেন আগামী দিনেও ডিপ্লোমা প্রকৌশলীর পাশে থাকবেন মন্ত্রী।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুর রেজ্জাক, বাদশা মিয়া, এইচ এম শাহীন, সহ সভাপতি (সিলেট সার্কেল) আবদুর রব সরকার, সাধারণ সম্পাদক (চট্টগ্রাম সার্কেল) ফেরদৌস মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী, দবিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন, অর্থ সম্পাদক আনিছুর রহমান, সহ অর্থ সম্পাদক (চট্টগ্রাম) মমিন আলী, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, তথ্য ও প্রচার সম্পাদক শাহীন আলম, নির্বাহী সদস্য তারেক হাসান, সদস্য আলী আশরাফসহ অন্যান্য সদস্যবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available