নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে এখন পর্যন্ত বাংলাদেশি ওমরাহ যাত্রীর সংখ্যা ১৩ জন। এ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেশ কয়েকজন। ২৯ মার্চ এ তথ্য জানিয়েছে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়।
নিহত ১৩ বাংলাদেশি হলেন- গাজীপুরের টঙ্গীর মো. ইমাম হোসাইন রনি, চাঁদপুরের রুকু মিয়া, নোয়াখালীর সেনবাগ উপজেলার শাহীদুল ইসলাম, কুমিল্লার মুরাদনগরের মামুন মিয়া ও রাসেল মোল্লা, নোয়াখালীর মো. হেলাল, লক্ষ্মীপুরের সবুজ হোসাইন, কক্সবাজারের মো. আসিফ ও মোহাম্মদ হোসেন, কক্সবাজারের মহেশখালীর সিফাত উল্লাহ, কুমিল্লার গিয়াস হামিদ, যশোরের মোহাম্মদ নাজমুল ও রনি।
হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশিরা হচ্ছেন- চাঁদপুরের কচুয়ার জুয়েল, চট্টগ্রামের সীতাকুণ্ডের সালাহউদ্দিন, ভোলার আল আমিন ও বুরহান উদ্দিন, নোয়াখালীর মোহাম্মদ শাহাবুদ্দিন, লক্ষীপুরের মিনহাজ ও রিয়াজ, মাগুরার আফ্রিদি মোল্লা ও মিজানুর রহমান, কুমিল্লার ইয়ার হোসাইন ও জাহিদুল ইসলাম এবং যশোরের মোশাররফ হোসাইন।
এছাড়া চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন দেলোয়ার হোসাইন, আব্দুল হাই, রানা, সেলিম, হোসাইন আলী ও কুদ্দস।
২৭ মার্চ সোমবার সৌদি আরবের আসির প্রদেশের আবহা জেলায় বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে।
এদিকে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available