নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনে অনবদ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ জনপ্রিয় নিউজ প্রেজেন্টার রাদিয়া ইসলাম হৃদিকে সম্মাননা প্রদান করেছে ‘৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ডস ২০২৫’। তিনি ‘Special Contribution to Best News Presenter’ বিভাগে এ সম্মাননা অর্জন করেন।
এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি হৃদির হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় ২৫ জুলাই শনিবার ঢাকার স্কাই সিটি হোটেল এর ব্যাংকুয়েট হলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন তথ্য সচিব ও ৭১ মিডিয়া ভিশনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ এবং সভাপতিত্ব করেন ৭১ মিডিয়া ভিশনের নির্বাহী পরিচালক আর. কে. রিপন।
রাদিয়া ইসলাম হৃদি বর্তমানে RDM TV-তে একজন প্রধান সংবাদ উপস্থাপক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি Bangladesh Betar, Global Voice 24, Channel-S ও Metro TV-তেও নিউজ প্রেজেন্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি BD Child Talent-এর একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত রয়েছেন।
শিক্ষাজীবনের শুরু থেকেই রাদিয়া ছিলেন অত্যন্ত মেধাবী, সৃজনশীল ও দায়িত্বশীল। বর্তমানে তিনি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডি শাখার একজন নিয়মিত শিক্ষার্থী। পড়ালেখার পাশাপাশি সহপাঠ্য কার্যক্রম, বিতর্ক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ বরাবরই প্রশংসিত হয়েছে।
রাদিয়ার এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান তার পরিবার— বিশেষ করে মা-বাবার। তার বাবা মাইনুল ইসলাম এবং মা শারমিন ইসলাম শুরু থেকেই তাকে সব রকম সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়ে পাশে থেকেছেন। তারা কন্যাকে শুধু একজন ভালো ছাত্রী বা সংবাদ পাঠিকা হিসেবেই নয়, বরং একজন আত্মবিশ্বাসী, দৃঢ়চেতা ও সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে চেষ্টা করেছেন।
এক প্রতিক্রিয়ায় রাদিয়া ইসলাম হৃদি বলেন, ‘আমার এই অর্জনের পেছনে সবচেয়ে বড় শক্তি ছিলেন আমার মা-বাবা। তারা কখনোই আমাকে থেমে যেতে দেননি। সব সময় সাহস, ভালোবাসা আর প্রেরণা দিয়েছেন। আজকের এই মঞ্চে উঠে দাঁড়ানো সম্ভব হয়েছে তাদের অগাধ বিশ্বাস আর নিরন্তর দোয়ার কারণেই।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available