• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৮:২২ (03-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৮:২২ (03-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

২০ এপ্রিল ২০২৪ সকাল ০৯:০৭:০৯

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

১৯ এপ্রিল শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ব্যালেট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়।  

আহবায়ক কমিটির সদস্য সচিব মো.  হুমায়ুন কবীরকে প্রধান নির্বাচন কমিশন ও আহবায়ক আল-আমিন হোসেনকে সার্বিক সমন্বয়কারী করে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ৮টি পদে মোট ১৭ জন সদস্য প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক রাজশাহীর আলো পত্রিকার স্টাফ রিপোর্টার ফায়সাল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এশিয়ান টেলিভিশনের রাজশাহী ব্যুরো অফিসের ক্যামেরা পার্সন আরিফুল হক রনি।  

এছাড়াও সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সৌমেন্দ্রনাথ মন্ডল ও মো. রাজন ইসলাম, সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মতিউর রহমান মতি ও পাভেল ইসলাম মিমুল, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন তুহিন আলী, প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ওমর আলী, দপ্তর সম্পাদক পদে নাইম হোসেন এবং কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রিয়াজ আলী মৃদুল।  

ভোট গ্রহণ শেষে সকলের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয় এবং নির্বাচনের বিজয়ীদের ফুলের মালা পরিয়ে দেন দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকা ও সময়ের কথা ২৪ ডটকম এর সম্পাদক ও প্রকাশক এবং রাজশাহীর এডিটরস ফোরামের দপ্তর সম্পাদক ইয়াকুব শিকদার, দৈনিক উপচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় সভাপতি নুরে ইসলাম মিলন,  দপ্তর সম্পাদক সুরুজ আলী, আনন্দ টিভির রাজশাহী জেলা প্রতিনিধি মোমিন ওয়াহিদ হিরো, এশিয়ান টিভির রাজশাহী ব্যুরো বারিউল আলম শান্ত, দোয়েল টিভির রিপোর্টার আনসার খান রাজ্জাক, আইনজীবী মামুনুর রশিদ ও আহবায়ক কমিটির আহবায়ক আল-আমিন হোসেন।

ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও সদস্য সচিব মো. হুমায়ুন কবীর। এ সময় আগামী ১৫ কার্য দিবসের মধ্যে নবনির্বাচিতদের পূর্ণাঙ্গ  কমিটি গঠন করার দিক নির্দেশান দেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ