নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশনের ইতিহাসে প্রথম উচ্চ প্রযুক্তির জগতের এক অনন্য নাম এশিয়ান টেলিভিশন। হাঁটি হাঁটি পা-পা করে পার করেছে সাফল্যের ১০ বছর। অর্থনৈতিক উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ, খাদ্য নিরাপত্তায় শত ভাগ স্বনির্ভরতা অর্জন তথা বাংলাদেশের সার্বিক উন্নয়নের অংশীদার এশিয়ান টেলিভিশন।
দশ পেরিয়ে ১১ বছরে পা দিলো দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশন। একইসাথে এশিয়ান রেডিও ৯০.৮ এফএম-এরও প্রতিষ্ঠাবার্ষিকী আজ।
এ উপলক্ষ্যে ১৮ জানুয়ারি বুধবার দিনব্যাপী প্রতিষ্ঠান দু’টির নিকেতনের কার্যালয়ে আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানমালা। অনুষ্ঠিত হবে আনন্দ উৎসব আর শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা বিনিময়, অতিথি বরণ, স্মৃতিচারণমূলক আড্ডা ও বরেণ্য শিল্পীদের পরিবেশনায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়াও বর্ষপূর্তি উপলক্ষে এশিয়ান টিভির পর্দায় থাকছে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। দিনব্যাপী অনুষ্ঠানমালায় থাকছে সরাসরি সম্প্রচারিত গানে গানে বর্ষপূর্তি, কমেডি অনুষ্ঠান ‘বহুরূপী’ এবং বিনোদন জগতের সেলিব্রেটি ও ক্রীড়া জগতের তারকাদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান ‘টক-ঝাল-মিষ্টি’ সহ নানা বৈচিত্র্যময় অনুষ্ঠান।
দিনব্যাপী অনুষ্ঠানমালার আনুষ্ঠিক উদ্বোধন করবেন মুত্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ফ ম মোজাম্মেল হক। সাথে থাকবেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্ব মো. হারুন উর রশীদ, সিআইপিসহ এশিয়ান টিভির কলাকুশলী ও উর্ধ্বতন কর্মকর্তাগণ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available