নিজস্ব প্রতিবেদক : সৃষ্টিশীল বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হারুন উর রশিদ, সিআইপি।
রাজধানীর মিরপুরে মাতৃজগত পত্রিকার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এর আগে, মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হারুন উর রশিদ সিআইপিকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেয়া হয়।
এরপর বিশেষ অবদানের জন্য পত্রিকাটির সংবাদকর্মীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আলহাজ্জ মো. হারুন উর রশিদ সিআইপি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুসহ আরও অনেকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available