• ঢাকা
  • |
  • রবিবার ১১ই জ্যৈষ্ঠ ১৪৩২ বিকাল ০৪:০৭:৪৮ (25-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১১ই জ্যৈষ্ঠ ১৪৩২ বিকাল ০৪:০৭:৪৮ (25-May-2025)
  • - ৩৩° সে:

সাহিত্য

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী

২৫ মে ২০২৫ সকাল ১০:০৪:০৯

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক: আজ ১১ জ্যৈষ্ঠ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী। দেশের নানা স্থানে নানা আয়োজনের মাধ্যমে ‘নজরুলজয়ন্তী’ পালন করা হবে। জাতীয় পর্যায়ে কুমিল্লায় তিন দিনব্যাপী অনুষ্ঠান শুরু হচ্ছে আজ রোববার। এবারের জন্মবার্ষিকীর মূল থিম নির্ধারণ করা হয়েছে, ‘চব্বিশের গণ-অভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’। অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করতে পারবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে, কবির সমাধিতে আজ বিশেষ কর্মসূচি চলছে। 
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা সকাল সোয়া ৬টায় ‘অপরাজেয় বাংলার পাদদেশে’ সমবেত হন। এরপর সকাল সাড়ে ৬টায় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান নেতৃত্বে একটি শোভাযাত্রা হয়। শোভাযাত্রাটি কবির সমাধিতে গিয়ে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করে। পরে উপাচার্যের সভাপতিত্বে সেখানে স্মরণসভাও অনুষ্ঠিত হয়।

এদিকে সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায়, কুমিল্লা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ২৫, ২৬ ও ২৭ মে কুমিল্লায় নানা অনুষ্ঠান হচ্ছে। এরমধ্যে, দুপুর ৩টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সভায় সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী এবং কবির পৌত্রী ও ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খিলখিল কাজী।

স্মারক বক্তৃতা দেবেন অধ্যাপক সলিমুল্লাহ খান। স্বাগত বক্তব্য রাখবেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। অনুষ্ঠানে ‘নজরুল পুরস্কার ২০২৩ ও ২০২৪’–এর জন্য মনোনীত গুণীজনদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

আগামীকাল ২৬ মে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘চেতনা ও জাগরণে নজরুল’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ