• ঢাকা
  • |
  • সোমবার ১৫ই বৈশাখ ১৪৩১ ভোর ০৫:০০:৪১ (29-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১৫ই বৈশাখ ১৪৩১ ভোর ০৫:০০:৪১ (29-Apr-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পান খেলে কী ক্ষতি হয়?

১৮ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১:০৯:৫২

পান খেলে কী ক্ষতি হয়?

ভোলা (সদর) প্রতিনিধি: পান-সুপারির দেশ আমাদের এই বাংলাদেশ । তবে এ পান সুপারি গ্রহণে মানুষের শরীরে যে কত বড় ক্ষতির আশঙ্কা রয়েছে সেই হিসেব অনেকেই জানা নেই । অতিথি আপ্যায়ন এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলোতে পান না থাকলে সেই অনুষ্ঠানটি খুব একটা সামাজিক বলে বিবেচিত হয় না । তবে এই পানের সাথে সুপারি চুনের যে সংমিশ্রন, সেই সংমিশ্রনে বড় ধরনের ক্ষতি হতে পারে মানব দেহে ।

রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসির তথ্য অনুযায়ী, সুপারির সাথে মুখের ক্যান্সার, প্রজনন ও নেশাগ্রস্ত হওয়াসহ প্রভৃতি সমস্যা জড়িত। যুক্তরাষ্ট্রের আরেকটি স্বনামধন্য প্রতিষ্ঠান এফডিএ সুপারিকে বিষাক্ত গাছের মধ্যে অন্তর্ভুক্ত করেছে এবং সুপারিকে চিবানো বা খাওয়ার জন্য নিরাপদ মনে করেন না।

চুন অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রক্সাইড পান সুপারির সাথে অল্প পরিমাণ ব্যবহার করা হয়। এতে মুখগহ্বরের পিএইচ (Ph) ১২.৫ এর উপরে উঠে যায়। ফলে সুপারির আগে উল্লিখিত ক্ষারজাতীয় পদার্থগুলো জিহ্বার নিচে দিয়ে সরাসরি রক্তে প্রবেশ করে। চুন মুখে কেমিক্যাল বার্ন বা ক্ষত সৃষ্টি করতে পারে। ঘন ঘন পান খাওয়ার সাথে অতিরিক্ত চুন সেবনে মিল্ক অ্যালকালি সিন্ড্রোম, কিডনি ইনজুরি এবং কিডনিতে পাথর হতে পারে।

সুশীল সমাজের দাবি শখের বশে পান খাওয়া মানব দেহের জন্য ব্যাপক ক্ষতিকারক। সমাজে পান সুপারি অতিথি আপ্যায়নের রীতি হিসেবে বিবেচিত হয় বর্তমানে । অভিজ্ঞ চিকিৎসকরা বলছেন, পান খাওয়া ভালো তবে পানের সাথে যে সকল আনুষঙ্গিক বিষয়গুলো আছে সেগুলোর ক্ষতিকারক দিক মানুষ জানতে পারলে দ্বিতীয়বার পান খাওয়ার নাম মুখেও নিত না । পানের সাথে ব্যবহৃত আনুষঙ্গিক জিনিসগুলো মানবদেহের জন্য শতভাগ ক্ষতিকারক । 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আইএবি অ্যাওয়ার্ডস বিজয়ীদের নাম ঘোষণা
২৮ এপ্রিল ২০২৪ রাত ০৮:২৭:১৮




শুরু হলো জিপি এক্সিলারেটর বুটক্যাম্প
২৮ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:৪৪:১৪


কেরানীগঞ্জে দেশিয় অস্ত্র-মদসহ আটক ২
২৮ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:৩২:৩৮