আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকার বিভিন্ন অংশে ফিলিস্তিনিদের লক্ষ্য করে চালানো একাধিক ইসরায়েলি হামলায় ১১ মে রোববার আট শিশুসহ অন্তত ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজার চিকিৎসা কর্মকর্তারাদের বরাত দিয়ে রোববার রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
চিকিৎসা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকার কেন্দ্রীয় শহর ডেইর আল-বালাহে এক ড্রোন হামলায় দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। এরপর আরও একজন ব্যক্তি আলাদা হামলায় মারা যান।
এছাড়া দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় একজন পিতা ও তার ছেলে নিহত হন। শহরের পশ্চিম অংশে আরও চারজন অপর একটি ড্রোন হামলায় নিহত হন। নিহতদের মধ্যে দুইজন শিশু ছিল।
এদিকে, আল-মাওয়াসি এলাকায় তৃতীয় একটি তাঁবুতে চালানো হামলায় আরও এক শিশু নিহত হয় এবং কাছেই অপর এক ড্রোন হামলায় এক যুবক নিহত হন। গাজা সিটিতেও ইসরায়েলি গোলাবর্ষণে এক শিশু নিহত হয়। উত্তরাঞ্চলের জাবালিয়ায় একজন বেসামরিক নাগরিক গুরুতর আহত হন।
খান ইউনিসে একটি গাড়ি লক্ষ্য করে চালানো বিমান হামলায় চারজন নিহত হন এবং গাজা সিটিতে এক হামলায় পাঁচজন, যার মধ্যে একজন কিশোরীও প্রাণ হারান।
এছাড়া পুরনো গাজা স্ট্রিটে অবস্থিত একটি মসজিদে ইসরায়েলি বিমান হামলায় দুইজন ফিলিস্তিনি আহত হয়েছেন।
গাজা সিটির আল-তুফাহ জেলায় বিমান হামলা ও গোলাবর্ষণের পাশাপাশি বসতবাড়ি ধ্বংস করে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫২ হাজার ৮০০ ছাড়িয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত নভেম্বরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) মামলা চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available