বিনোদন ডেস্ক: নানা আয়োজনে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের চিত্রনায়ক, নির্মাতা, প্রযোজক ও শিল্পী ঐক্যজোটের সভাপতি ও বাংলাদেশ পুলিশের সাবেক চৌকস অফিসার ডিএ তায়েবের জন্মদিন উদযাপন করেন প্রবাসী বাংলাদেশিরা।
এসময় উপস্থিত সবাই জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাকে নিয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন।
এ সময় ডিএ তায়েব অনলাইনে সংযুক্ত হয়ে বলেন, এমন আয়োজনে আমি খুবই আপ্লুত। আপনারা সবাই আমাকে অনেক ভালোবাসেন। আমিও আপনাদেরকে অনেক অনেক ভালোবাসি। আপনাদের সঙ্গে যুক্ত হয়ে, কথা বলে, সময় কাটিয়ে আমার ভীষণ ভালো লেগেছে।
অনুষ্ঠানে ডিএ তায়েবের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিশেষ অতিথি ফরিদুল হাসান বলেন, ডিএ তায়েব একজন অভিনেতা ও পুলিশের ভূমিকায় দর্শক-শ্রোতাদের মন জয় করেছেন। তিনি সংস্কৃতি অঙ্গনে একজন সরল এবং সদয় মানুষ হিসেবে পরিচিতি পেয়েছেন। সংস্কৃতি অঙ্গনের মানুষের জন্য গড়ে তুলেছেন শিল্পী ঐক্যজোট। দুস্থ ও অসহায় শিল্পীদের পাশাপাশি সাধারণ মানুষের সেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
এই জমকালো আয়োজনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ীসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী ও দুবাই কমিউনিটির বিশেষ ব্যক্তিবর্গ।
কেক কেটে এবং ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2023, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available