• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১ দুপুর ১২:৩০:০৫ (18-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১ দুপুর ১২:৩০:০৫ (18-May-2024)
  • - ৩৩° সে:

মানুষ মানুষের জন্য

মিরপুরে রাতের আঁধারে ক্ষুধার্তদের পাশে খাবার হাতে এক তরুণী

৪ মে ২০২৪ সকাল ১১:৪৮:৫৭

মিরপুরে রাতের আঁধারে ক্ষুধার্তদের পাশে খাবার হাতে এক তরুণী

নিজস্ব প্রতিনিধি: রাজধানী ঢাকার মিরপুর এলাকায় ভাসমান ক্ষুধার্ত মানুষের মাঝে রাতের আঁধারে নিজের রান্না করা খাবার বিতরণ করছেন এক তরুণী।

জানা গেছে, ওই তরুণীর নাম শাহানা আক্তার তন্নী, তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার চূওড়িয়া গ্রামের রফিকুল ইসলাম দূবরাজের নবীনগর সরকারি কলেজ থেকে বিএসসি শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি বর্তমানে ঢাকার মিরপুর এলাকায় থেকে একটি কোচিং সেন্টারে ইংরেজি শিক্ষার কোর্স করছেন।

রাতে বাসা থেকে বের হলে ভাসমান লোকদের দেখতে পেয়ে তাদের খোঁজ-খবর নেন। জানতে পারেন, অনেকেই এই তীব্র গরমে রাতের আঁধারে না খেয়ে ফুটপাতে রাত কাটাচ্ছেন। এ বিষয়টি তাঁর হৃদয়ে নাড়া দিলে তৎক্ষণাৎ বাসায় গিয়ে নিজের হাতে রান্না করা বিরিয়ানির প্যাকেট নিয়ে রাতের আঁধারেই অলিগলিতে ঘুরে ক্ষুধার্তদের মাঝে তা বিতরণ করেন।

ক্ষুধার্তদের পাশে খাবার নিয়ে দাঁড়ানো তরুণী শাহানা আক্তার তন্নী জানান, ‘মানুষ এখনও না খেয়ে রাতে ঘুমাতে যায়, এটা আমার ধারণাতেও ছিল না। আজ নিজের চোখে দেখলাম। তাই এটা আমার ক্ষুদ্র প্রয়াস মাত্র, সামনে আমি বড় পরিসরে এসকল অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চাই।’

তিনি আরও জানান, ‘অনেক আগে থেকেই আমার স্বপ্ন, জীবনে প্রতিষ্ঠিত হয়ে আমি অসহায়দের জন্য অনাথ আশ্রম ও বয়স্কদের জন্য একটা বৃদ্ধাশ্রম খুলব। কারণ, মানুষের জন্য কাজ করতে আমার ভালো লাগে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে
১৮ মে ২০২৪ দুপুর ১২:০৪:০৯