বিনোদন প্রতিবেদক: ঢাকাই সিনেমার তারকা দম্পতি শরিফুল রাজ-পরীমণির সংসারে ভাঙনের কথা শোনা যাচ্ছিলো বেশ কিছুদিন থেকেই। এরই জেরে ২০ সেপ্টেম্বর বুধবার রাজকে ডিভোর্স লেটার পাঠালেন নায়িকা পরীমণি। সামিজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ডিভোর্স লেটারে দোখা যায়, ১৮ সেপ্টেম্বর রাতে ডিভোর্স পেপারে সই করছেন পরীমনি। এক আইনজীবীর মাধ্যমে ডিভোর্স পেপারে সই করেন তিনি। এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন পরীমণির স্বামী শরিফুল রাজ।
এ ঘটনায় জানতে চাওয়া হলে পরীমণি কোন মন্তব্য করেননি। অন্যদিকে রাজ বলেছেন তিনি ডিভোর্সের ব্যাপারে কিছুই জানেন না। ফোনে জানতে চাইলে রাজ পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, তাই নাকি? আপনার কাছেই প্রথম শুনলাম। ভাই আমি মাত্রই ঘুম থেকে উঠেছি, এ ব্যাপারে কিছুই জানি না।
উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজ। তবে পারিবারিকভাবে ২০২২ সালের ২২ জানুয়ারি আবার তাদের বিয়ে হয়। ২০২২ সালের ১০ আগস্ট তাদের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের জন্ম হয়। দাম্পত্য জীবনে বারবারই খবরের শিরোনাম হয়েছেন রাজ-পরীমণি। কখনো রাজের সাথে জড়িয়েছে বিদ্যা সিনহা মিম, কখনো সুনেরাহ বিনতে কামালের নাম। এ নিয়ে বিভিন্নসময় পরীমণি করেছেন নানান তুলকালাম কান্ড। সর্বশেষ গত ২০ মে পরীমণির বাসা থেকে নিজের জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসেন রাজ।
২৯ মে রাজের নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সুনেরাহ, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে কয়েকটি ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ফাঁস হয়। সে ঘটনায় পরী-রাজের মধ্যে দূরত্ব আরও বাড়ে। ছেলে রাজ্যকে ঘিরে দুজনকে আবার একসাথে দেখা গেলেও তাদের সম্পর্ক যে স্বাভাবিক হয়নি এ ডিভোর্সের মাধ্যমে সেটাই দেখা গেলো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available