বিনোদন ডেস্ক: শরীরে কাটাছেঁড়া করতে গিয়ে বিপত্তি ডেকে আনা অভিনয়শিল্পীদের জন্য নতুন কিছু নয়। তবে এবার প্লাস্টিক সার্জারি করতে গিয়ে জীবনটাই খোয়াতে হলো আর্জেন্টিনার অভিনেত্রী সিলভিয়া লুনাকে। ৪৩ বছর বয়সী এই সুপরিচিত অভিনেত্রী, মডেল ও টিভি সঞ্চালক প্লাস্টিক সার্জারির কারণে সৃষ্ট জটিলতায় মারা গেছেন।
জানা গেছে, কয়েক বছর আগে প্লাস্টিক সার্জারি করেন তিনি। এর জেরে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেওয়া শুরু হয়। সবচেয়ে বেশি ছিল কিডনিতে সমস্যা। যা গতবছর থেকে চরম আকার ধারণ করে। এক পর্যায়ে অভিনেত্রীর দুটি কিডনিই বিকল হয়ে যায়। বেশ কিছুদিন ধরে তাকে হাসপাতালে কড়া পর্যবেক্ষণে রেখেছিলেন চিকিৎসকরা।
গত ৩১ আগস্ট তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। লুনার আইনজীবী ফার্নান্দো বারল্যান্ডো তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন, অভিনেত্রীর পরিবারের সম্মতিতেই তাঁর লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। ৭৯ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
লুনার মৃত্যুর পর তাঁর বন্ধু গুস্তাভো কন্তি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমরা সব সময়ই তোমাকে ভালোবাসি, সব সময়ই ভালোবেসে যাব। একসঙ্গে, এক আত্মা হয়ে আমরা একই পথ মাড়িয়েছি।’
আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, প্লাস্টিক সার্জারির জটিলতার কারণে কয়েক বছর ধরেই নানা স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন লুনা। এসব জটিলতা থেকেই তাঁর দুটি কিডনিই বিকল হয়ে যায়। তাঁর রোগ প্রতিরোধক্ষমতা ক্রমেই কমে আসছিল। মাঝে কোভিড সংক্রমণ হওয়ায় তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়।
চিকিৎসকেরা তাঁর কিডনি প্রতিস্থাপন করতে চেয়েছিলেন। কিন্তু তাঁকে কোনোভাবেই কিডনি প্রতিস্থাপনের জন্য শারীরিকভাবে প্রস্তুত করে তোলা যাচ্ছিল না। শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে চলেই গেলেন লুনা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available