বিনোদন ডেস্ক: ভারতের প্রয়াত রাষ্ট্রপতি ও পরমাণুবিজ্ঞানী এ পি জে আবদুল কালামের জীবনী নিয়ে বলিউডে আসছে নতুন সিনেমা। তামিলনাড়ুর রামেশ্বরমে ছোট্ট এক বাড়িতে বেড়ে ওঠা এক কিশোর কীভাবে রাষ্ট্রপতি ভবনে পা রাখলেন, সেই যাত্রাই এবার দেখা যাবে পর্দায়।
কালামের চরিত্রে অভিনয় করছেন দক্ষিণের তারকা ধানুশ। এই খবর নিজেই ঘোষণা করেন তিনি, কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচা থেকে। সিনেমার নাম ‘কালাম: দ্য মিসাইল ম্যান অব ইন্ডিয়া’।
সিনেমাটি পরিচালনা করছেন ওম রাউত। যদিও তাঁর সর্বশেষ পরিচালিত ‘আদিপুরুষ’ বিতর্কের জন্ম দিয়েছিল, তবে এইবার তিনি ফিরছেন আরও ভিন্নরকম এক গল্প নিয়ে।
১৯৩১ সালের ১৫ অক্টোবর রামেশ্বরমে জন্ম নিয়েছিলেন আবদুল কালাম। ভারতের এক কিংবদন্তি বিজ্ঞানী হয়ে ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের ২৭ জুলাই মেঘালয়ের শিলংয়ে বক্তৃতা দিতে গিয়ে মৃত্যুবরণ করেন তিনি।
সিনেমাটিতে উঠে আসবে এক স্বপ্নবাজ, সংগ্রামী ও মানুষের ভালোবাসা পাওয়া রাষ্ট্রপতির গল্প—যে গল্প আজও কোটি মানুষের প্রেরণা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available