বিনোদন ডেস্ক: চিত্র নায়িকা পরিমনি অভিনিত মা সিনেমাটি ১৯ মে প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে এসে পিছিয়ে দেওয়া হলো মুক্তির তারিখ। সিনেমাটির পরিচালক অরণ্য আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন । প্রেক্ষাগৃহে ২৬ মে সিনেমাটি মুক্তি দেয়া হবে। ২০ মে ৭৬ তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে সিনেমাটি প্রদর্শিত হবে বলে নিশ্চিত করেছেন এর পরিচালক অরণ্য আনোয়ার।
পরিচালক বলেন, কান চলচ্চিত্র উৎসব থেকে ফেরার পর ২৬ মে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে। ২০ মে কানে মা সিনেমার প্রথম স্ক্রিনিং হবে, পরে ২২ মে ঢাকা ফিরব। সবকিছু ঠিকঠাক থাকলে প্রেক্ষাগৃহে ২৬ মে সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছে আছে। মা মুক্তির তারিখ পিছিয়ে দেয়াতে আমরা সবারকাছে আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি এক সপ্তাহ রিলিজ ডেট পিছিয়ে যাওয়াতে আমাদের প্রচারণাতে কিছুটা বেশি সময় পাওয়া যাবে। আশা করি এর ফলে দর্শক আগ্রহ আরও বৃদ্ধি পাবে।
মুক্তিযুদ্ধের সময়কার প্রেক্ষাপটে তৈরি এ সিনেমার গল্পে মৃত ঘোষিত ৭ মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন অরণ্য আনোয়ার। সিনেমায় মায়ের ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমণি। তিনি এ সিনেমাটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত ।
তিনি জানান, যখন এই সিনেমার শুটিং করেছিলা, তখন আমি অন্তঃসত্ত্বা ছিলাম। তাই সিনেমাটি আমার ছেলে রাজ্যর জন্য উৎসর্গ করতে চাই।
এপির ব্যানারে নির্মিত সিনেমাটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা রেজা জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেনসহ আরো অনোক।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2023, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available