• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:৩০:৩৭ (13-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:৩০:৩৭ (13-May-2025)
  • - ৩৩° সে:

বিনোদন

এবার বিদেশের মাটিতে মুক্তি পেতে যাচ্ছে ‘ব্ল্যাক ওয়ার’

২৪ জানুয়ারী ২০২৩ বিকাল ০৪:৩৮:৫৩

এবার বিদেশের মাটিতে মুক্তি পেতে যাচ্ছে ‘ব্ল্যাক ওয়ার’

মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার

বিনোদন ডেস্ক : দেশের গন্ডি পেড়িয়ে এবার বিদেশের মাটিতে মুক্তি পেতে যাচ্ছে সাড়া জাগানো আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’। আগামী ১০ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে।

ইতোমধ্যেই অস্ট্রেলিয়ায় সিনেমাটির মুক্তির সকল প্রস্তুতি সম্পন্ন করেছে পরিবেশনা সংস্থা বঙ্গজ ফিল্মস অস্ট্রেলিয়া।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার কাহিনিকার, পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার। তিনি বলেন, ১০ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় রিলিজের মাধ্যমে ‘ব্ল্যাক ওয়ার’র বিশ্বব্যাপী রিলিজিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। অস্ট্রেলিয়া আমাদের দ্বিতীয় বৃহত্তম (যুক্তরাষ্ট্র প্রথম) মার্কেট হিসেবে বিশেষ গুরুত্ব পেয়ে থাকে। আশা করি, সিনেমাটি অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলা ভাষাভাষীদের মন জয় করতে সমর্থ্য হবে।

পরিবেশক তানিম আল মিনারুল মান্নান বলেন, বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে স্মার্ট আর বাস্তবধর্মী পুলিশ অ্যাকশান থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’। ‘ব্ল্যাক ওয়ার’ সেই ধারাকে অনেক উপরে নিয়ে গেছে। ইতোমধ্যেই বাংলাদেশের সাধারণ দর্শকদের স্বতঃস্ফূর্ত প্রশংসা সেই ইংগিত দিচ্ছে। সিনেমাটি দেখার জন্য অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিরা অধীর আগ্রহে অপেক্ষা করছে।

অস্ট্রেলিয়া প্রবাসী অভিনেতা তাসকিন রহমান আর সাদিয়া নাবিলার দুর্দান্ত অভিনয় অস্ট্রেলিয়ার দর্শকদের জন্য বাড়তি উৎসাহ যুগিয়েছে। পুলিশ অ্যাকশন থ্রিলারটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিম’র দুইটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ।

এতে গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান প্রমুখ। সিনেমার একটি গানে চিত্রনায়িকা ববি হকের বিশেষ উপস্থিতি পাওয়া যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ