• ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ সকাল ১০:৫৩:১৬ (27-Jul-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ সকাল ১০:৫৩:১৬ (27-Jul-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নরসিংদীতে ট্রেনের এক যাত্রীর কিল-ঘুষিতে আরেক যাত্রীর মৃত্যু

৬ জুন ২০২৪ সকাল ১১:২৮:৪৭

নরসিংদীতে ট্রেনের এক যাত্রীর কিল-ঘুষিতে আরেক যাত্রীর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রেলওয়ে স্টেশনে ট্রেনের ভেতর জানালার পাশে দাঁড়ানো নিয়ে তর্কের জেরে এক যাত্রীর কিল-ঘুষিতে আরেক যাত্রী নিহত হয়েছেন। আজ ৬ জুন বৃহস্পতিবার সকালে নরসিংদী রেলস্টেশনের ঢাকা মেইল ট্রেনের ভেতরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত যাত্রীকে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। নিহত যাত্রীর নাম ঝুমুর বাউল। তিনি নরসিংদী শহরের বীরপুরের বাসিন্দা। তবে তাৎক্ষণিক অভিযুক্ত যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।

ট্রেন যাত্রীরা জানান, বুধবার রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী ঢাকা মেইল ট্রেনটি ছেড়ে আসে। বৃহস্পতিবার সকাল ৬টা ২৫ মিনিটের দিকে ট্রেনটি নরসিংদী রেলস্টেশনে যাত্রাবিরতি দেয়। এ সময়ে নরসিংদী থেকে ঝুমুর বাউল নামে এক যাত্রী ট্রেনের পিছনের বগিতে উঠেন। এসময় তিনি জানালার পাশে দাঁড়াতে চাইলে সিটে বসে থাকা আরেক যাত্রী তাকে বাধা দেন।

এ নিয়ে তর্কের জেরে নরসিংদী থেকে উঠা যাত্রীকে কিল-ঘুষি মারেন ওই যাত্রী। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে জ্ঞান হারান ঝুমুর বাউল। পরে যাত্রীরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এদিকে ট্রেনটি সকাল ৬টা ৩৪ মিনিটে নরসিংদী রেলস্টেশন ছেড়ে আসলে অভিযুক্ত যাত্রীও সেই ট্রেনে চড়ে কমলাপুর রেলস্টেশনে পৌঁছান। এর আগেই যাত্রীরা ফেসবুকের বিভিন্ন গ্রুপে অভিযুক্ত ব্যক্তির ছবি প্রকাশ করলে কমলাপুর রেলওয়ে পুলিশের নজরে আসে। পরে ট্রেনের ভেতর থেকে সকাল সাড়ে ৮টায় তাকে গ্রেফতার করে রেলওয়ে পুলিশ।

নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার মো. মুসা বলেন, ‘একজনের মৃত্যু হয়েছে বিষয়টা আমি জানতে পেরেছি। এ ঘটনায় একজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’ 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন আজ
২৭ জুলাই ২০২৪ সকাল ০৯:২৪:৫২