• ঢাকা
  • |
  • শনিবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১২:০২:০২ (18-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১২:০২:০২ (18-May-2024)
  • - ৩৩° সে:

চট্টগ্রামে দুপক্ষের মারামারিতে পোশাক শ্রমিক খুন, গ্রেফতার ২

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের ইপিজেড এলাকায় ছুরিকাঘাতে মেহেদী হাসান (১৯) নামে এক পোশাক শ্রমিক খুন হয়েছেন। এ ঘটনায় ১১ মে শনিবার ভোরে ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে সাদিকুর রহমান ও হাফিজুল নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।  জানা যায়, ৯ মে বৃহস্পতিবার বেলা ২টার দিকে সিইপিজেডের কন্ডা আর্টস ম্যাটেরিয়ালস নামের কারখানার শ্রমিক সাদিকুর এবং রমজানের মধ্যে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় তারা একে অপরকে দেখে নেওয়ার হুমকি দেয়। পরে একই পোশাক কারখানায় কর্মরত মেহেদী হাসান রিফাত এ বিষয়টি মীমাংসা করে দিলেও সেটি মেনে নেয়নি সাদিকুর। রিফাত রমজানের পক্ষ নিয়েছে এমন ধারণা করে ভাড়া করা সন্ত্রাসীদের নিয়ে একই দিন রাতে রিফাতকে মারতে যায় সাদিকুর।পরে আকমল আলী পকেট গেটে একটি ফটোকপির দোকানের সামনে সাদিকের নেতৃত্বে রিফাতের ওপর হামলা চালানো হয়। একই সময়ে কাজ শেষে ওই পথ দিয়ে ফিরছিলেন মেহেদী। মেহেদীকেও তারা রিফাতের লোক মনে করে ছুরিকাঘাত করে। এরপর তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।এ ঘটনায় রিফাত এবং শহিদুল নামে দুই যুবক আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।ইপিজেড থানার ওসি মোহাম্মদ হোসাইন বলেন, “এ ঘটনায় সাদেক, রমজান এবং অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন নিহত মেহেদীর মা। মামলার পর প্রথমে আমরা আসামি সাদিকুরকে গ্রেফতার করি। তাকে জিজ্ঞাসাবাদের পর তার তথ্যের ভিত্তিতে পরবর্তীতে হাফিজুর রহমানকেও গ্রেফতার করি।”তিনি বলেন, ১১ মে শনিবার ভোরে তাদের গ্রেফতারের পর আদালতে তোলা হয়। পরে গ্রেফতার সাদেকুর রহমান (২৬) ও হাফিজুল ইসলামের (২৬) পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে বিচারক অলি উল্লাহ এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।