• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ দুপুর ০২:৪৪:৪৬ (25-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ দুপুর ০২:৪৪:৪৬ (25-Apr-2024)
  • - ৩৩° সে:

অপরাধ

গাজীপুরে নারীসহ বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

৭ ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৪:৩৬:০৬

গাজীপুরে নারীসহ বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

মোঃ মোরশেদ আলম, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে নারীসহ বিকাশ প্রতারক চক্রের ৩ জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানা পুলিশ।

৬ জানুয়ারি সোমবার গাজীপুর জেলার কালিয়াকৈর ও মহানগরের টঙ্গী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- গাজীপুর জেলার কালিয়াকৈর থানার গোবিন্দপুর গ্রামের মৃত দধি মন্ডলের ছেলে মোঃ শফিকুল ইসলাম (৪০), শেরপুর জেলার শ্রীবর্দী থানার আটকান্দা গ্রামের জয়নালের ছেলে মোহাম্মদ মামুন(২৫) ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার শিবরামপুর গ্রামের মোঃ নজরুল ইসলামের মেয়ে মোসাঃ নিলুফা(২৬)।

মোঃ শফিকুল ইসলাম ঢাকা জেলার আশুলিয়া, মামুন ও নিলুফা গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানা এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল।

মঙ্গলবার দুপুরে জিএমপি পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার তোরাব মোহাম্মদ শামছুর রহমান জানান, গ্রেফতাররা বিকাশ এজেন্টের দোকান থেকে গ্রাহকদের মোবাইল চুরি এবং সেই মোবাইল থেকে টাকা ক্যাশ আউট করে।

গত জানুয়ারি মাসের ২৪ তারিখে মহানগরের কোনাবাড়ী থানায় সুরাইয়া খাতুন নামের একজন ভুক্তভোগীর এমন অভিযোগের ভিত্তিতে প্রতারকদের গ্রেফতারে অভিযানে নামে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

পরে তথ্য প্রযুক্তির সহায়তায় জেলার কালিয়াকৈর থেকে প্রথমে শফিকুল ইসলাম ও তার তথ্যের ভিত্তিতে অপর দুই প্রতারকে মহানগরের টঙ্গী এলাকা থেকে গ্রেফতার করে জিএমপি'র কোনাবাড়ী থানার পুলিশ। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৭ হাজার টাকা, প্রতারণার কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে চুরির একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

শামছুর রহমান আরও জানান, বিকাশ চক্রের অন্যন্যা প্রতারকের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আবারও ৩ দিনের হিট অ্যালার্ট জারি
২৫ এপ্রিল ২০২৪ দুপুর ০২:৪১:৫৫








গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
২৫ এপ্রিল ২০২৪ দুপুর ০১:২০:৪২