• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ সকাল ১১:০৪:৪১ (19-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ সকাল ১১:০৪:৪১ (19-Apr-2024)
  • - ৩৩° সে:

প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত ফরিদপুরের জনজীবন

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরে গত কয়েকদিনের টানা গরমের কারণে অস্বস্তিতে ও বিপাকে পড়েছে মানুষ। গত দুই দিনে জেলার তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকায় প্রচন্ড গরম পড়েছে।এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। প্রচন্ড গরম পড়ার কারণে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না মানুষ। রিকশা ও অটো চালকরা জানিয়েছেন, মানুষ বের না হওয়ায় তাদের আয় কমে গেছে।  এছাড়া দৈনন্দিন শ্রমিকরা বলছেন, গরমের কারণে তাদের নিতে চাইছে না, ফলে দীর্ঘ সময় ধরে তাদের বসে থেকে ফিরে যেতে হচ্ছে। তারা বলছেন, একদিন থাকলে ২-৩ দিন বসে থাকতে হচ্ছে। অপরদিকে প্রচন্ড গরমে মাঠে কিংবা যেকোনো জায়গায় কাজ করতেও তাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।ফরিদপুর আবহাওয়া অধিদফতরের পর্যবেক্ষক জাহানারা খাতুন জানান, গত কয়েকদিনের মধ্যে ১৬ এপ্রিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস ছিল, যা এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।