• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই বৈশাখ ১৪৩১ সকাল ০৬:৫৫:৩৪ (29-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১৬ই বৈশাখ ১৪৩১ সকাল ০৬:৫৫:৩৪ (29-Apr-2024)
  • - ৩৩° সে:

বিনোদন

বইমেলায় রনির নতুন বই ‘রনি বাণী’

২৬ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:০৯:৪৮

বইমেলায় রনির নতুন বই ‘রনি বাণী’

নিজস্ব প্রতিবেদক: অমর একুশে বইমেলা ২০২৪ উপলক্ষে প্রকাশিত হয়েছে দেশের জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান মিরাক্কেলখ্যাত আবু হেনা রনির নতুন বই ‘রনি বাণী’। স্টুডেন্ট ওয়েজ থেকে প্রকাশিত এই বইটি পাওয়া যাচ্ছে বইমেলার ২৬ নং প্যাভিলিয়নে।

অনলাইনে সংগ্রহ করতে চাইলে রকমারি, বইফেরী, বুকস অব বেঙ্গল, পিবিএসবুকসহ বিভিন্ন বুকশপ থেকে সংগ্রহ করা যাচ্ছে। বইটির মলাট মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা। বইটির প্রচ্ছদ করেছেন সোহানুর রহমান অনন্ত।

বই প্রসঙ্গে রনি বলেন, ‘রনি বাণী’ মুলত বাণী নিয়ে লেখা। বইয়ে ফান (রম্যরস) যতটা আছে, পাশাপাশি অনুধাবনেরও অনেক বিষয় আছে। বইটিতে আমি আমার জনপ্রিয়তা কাজে লাগাতে চাইনি, আমি বইয়ের ভেতরের কনটেন্টটাকে প্রাধান্য দিয়েছি। ফলে সব শ্রেণির মানুষের কাছে বইটি ভালো লাগবে।

তিনি বলেন, বিভিন্ন সময়ে রাস্তা-ঘাটে চলতে ফিরতে যেই সিচুয়েশনে পরেছি, সেটা অনুধাবন করে কিছু কোটেশনের (উদ্ধৃতি) মত করে লেখা। পাশাপাশি আগের কিছু কোটেশনকে ঘুরিয়েছি, যেমন বলা হয়- ‘যে দেশে গুনীর কদর হয়, সে দেশে গুনী জন্মায়’। এটা আমি আমার মত করে লিখেছি, ‘যে দেশে খুনির কদর হয়, সে দেশে খুনি জন্মায়’।

আবু হেনা রনির নতুন বই ‘রনি বাণী’ থেকে

রনি আরও বলেন, ‘রনি বাণী’ আমার সপ্তম বই। বইমেলার শেষের দিকে বইটি প্রকাশিত হলে বেশ ভালো সাড়া পাচ্ছি। তবে অনলাইনে বেশি সাড়া পাচ্ছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আইএবি অ্যাওয়ার্ডস বিজয়ীদের নাম ঘোষণা
২৮ এপ্রিল ২০২৪ রাত ০৮:২৭:১৮




শুরু হলো জিপি এক্সিলারেটর বুটক্যাম্প
২৮ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:৪৪:১৪


কেরানীগঞ্জে দেশিয় অস্ত্র-মদসহ আটক ২
২৮ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:৩২:৩৮