• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই শ্রাবণ ১৪৩২ রাত ০৯:২৯:০৫ (29-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই শ্রাবণ ১৪৩২ রাত ০৯:২৯:০৫ (29-Jul-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় ৪ সদস্যের কমিটি গঠন

২৯ জুলাই ২০২৫ সকাল ০৮:২৮:০৯

লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় ৪ সদস্যের কমিটি গঠন

লালমনিরহাট প্রতিনিধি: বুড়িমারী থেকে ছেড়ে আসা বুড়িমারী কমিউটার (লোকাল) ট্রেনের ধাক্কায় লালমনিরহাট থেকে ঢাকাগামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে পড়ে যাওয়ার ঘটনায় ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

২৮ জুলাই সোমবার দুপুরে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লোকাল ট্রেনের যাত্রীরা তাৎক্ষণিক ট্রেন থেকে নেমে পড়ে নিরাপদ স্থানে চলে যায়।

রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের বিডিআর গেট রেলক্রসিংয়ে দুপুরে বুড়িমারী থেকে পার্বতীপুরগামী ৬৬ লোকাল ট্রেনটি লালমনিরহাট রেল স্টেশনে ঢুকছিল। এসময় বিডিআর গেট রেলক্রসিংয়ে অপর একটি রেল লাইনে লালমনি এক্সপ্রেস ট্রেনে ঘোরানো হচ্ছিল। সেই মুহূর্তে লোকাল ট্রেনটি সজোরে ধাক্কা দেয় লালমনি এক্সপ্রেসকে। এতে ওই এক্সপ্রেসের দুটি বগি উল্টে যায়।

পরে রেলওয়ের কর্তৃপক্ষ সকলের সমন্বয়ে শহরের রেলক্রসিংয়ের যাতায়াতের রাস্তা ও বুড়িমারী রেল লাইনের ট্রেন চলাচল স্বাভাবিক রাখার ব্যবস্থা করেন। বর্তমানে ট্রেন চলাচল ও সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী শিপন আলী জানান, অপারেশন ভুলবশত লোকাল ট্রেনের ধাক্কায় লালমনি এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ডিআরএম উচ্চ তদন্তের জন্য চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত শেষে বলা যাবে দায়ী কে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা পরে জানানো হবে বলে জানান।

এ ঘটনার প্রেক্ষিতে সেনাবাহিনীসহ লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) থেকে তাৎক্ষণিকভাবে ১ প্লাটুন বিজিবি এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে মোতায়েন করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





একুশে পদকের মনোনয়ন প্রস্তাব আহ্বান
২৯ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:৫৫:৩০