• ঢাকা
  • |
  • শনিবার ৭ই বৈশাখ ১৪৩১ সকাল ০৯:৩৪:১৩ (20-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৭ই বৈশাখ ১৪৩১ সকাল ০৯:৩৪:১৩ (20-Apr-2024)
  • - ৩৩° সে:

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তাইওয়ানের পূর্ব উপকূল। আজ ৩ এপ্রিল বুধবার সকালে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪। ভূমিকম্পের পর তাইওয়ান, ফিলিপাইন ও জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।বুধবার তাইওয়ানের স্থানীয় সময় সকাল ৭টা ৫৮ মিনিটের দিকে ঘটা এই ভূমিকম্পের কম্পন তাইওয়ানের পাশাপাশি অনুভূত হয়েছে চীন, ফিলিপাইন এবং জাপানেও।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। ভূপৃষ্ঠের ৩৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়েছে।অপরদিকে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, বুধবার জাপানের স্থানীয় সময় সকাল ৯টার কিছুক্ষণ আগে তাইওয়ানের কাছে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।এছাড়া, ওকিনাওয়া, মিয়াকোজিমা ও ইয়ায়েমা দ্বীপের আশেপাশের এলাকার বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে বলেছে জেএমএ। কেননা, এসব অঞ্চলে ৩ মিটার বা ৯ দশমিক ৮ ফুট উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।জেএমএ আরও বলেছে, ‘সুনামি উপকূলের দিকে ধেয়ে আসছে। যত দ্রুত সম্ভব বাসিন্দাদের সরিয়ে ফেলুন। ঢেউ বারবার আঘাত করতে পারে। আর সতর্কতা প্রত্যাহার করার আগ পর্যন্ত কার্যক্রম চালিয়ে যান।’সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বেশ কিছু ভিডিওতে দেখা গেছে, তাইওয়ানের বেশকিছু ভবন কেঁপে উঠেছে। এছাড়াও দ্বীপটির পূর্বাঞ্চলে ভূমিধস হয়েছে।শক্তিশালী এই ভূমিকম্পের প্রায় ১৫ মিনিট পর একটি সিরিজ আফটারশক অনুভূত হয়, যা পরে প্রায় এক ঘণ্টা অব্যাহত ছিল।তাইওয়ান কর্তৃপক্ষ উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে  ও বাসিন্দাদের ‘সতর্ক’ থাকার আহ্বান জানিয়েছে।অন্যদিকে, ফিলিপিন্সের সিসমোলজি এজেন্সি জানিয়েছে, ‘বিশাল উচ্চতার সুনামি’ আঘাত হানতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। সূত্র: এএফপি।