• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আশ্বিন ১৪৩১ দুপুর ০১:১০:৪৩ (13-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আশ্বিন ১৪৩১ দুপুর ০১:১০:৪৩ (13-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নোয়াখালীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টা

১১ নভেম্বর ২০২৩ রাত ০৯:৪০:৪২

নোয়াখালীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে নাজমা আক্তার (২১) নামে এক গৃহবধূর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ১১ নভেম্বর শনিবার দুপুরে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের উজির আলী জমাদার বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নাজমা আক্তার চৌমুহনী পৌরসভার ৮ নং ওয়ার্ডের হাজীপুর এলাকার মো.ইউসুফের মেয়ে।

ভুক্তভোগী নাজমা অভিযোগ করে বলেন, ৫ বছর আগে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের সিএনজি চালক মো. রাসেলের সাথে পারিবারিকভাবে আমার বিয়ে হয়। আমাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে আমার স্বামী রাসেল বিভিন্ন সময়  টাকার জন্য সংসারে কলহ করতো। কিছু দিন আগে সে তার সিএনজি অটোরিকশাটি বিক্রি করে দেয়।

নাজমা আরও অভিযোগ করে বলেন, গত ৬ নভেম্বর নতুন একটি সিএনজি অটোরিকশা কেনার জন্য ২ লক্ষ টাকা এনে দেওয়ার জন্য আমাকে বাবার বাড়িতে পাঠায়। শনিবার দুপুরে আমার কাছে টাকা চেয়ে ঘরের জিনিসপত্র ভাঙচুরের চেষ্টা করে। এ সময় বাধা দিলে শ্বশুর-শাশুড়ির উপস্থিতিতে রাসেল আমার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যার ২৫০ জন্য বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।  

এ ঘটনায় বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ এখনও থানায় অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, আগুনে নাজমার শরীরে উপরিভাগ পুড়ে গেছে। কয়েকটি জায়গায় পুড়ে ফোস্কা পড়ে গেছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




টাঙ্গাইলে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব
১৩ অক্টোবর ২০২৪ দুপুর ১২:৩৭:৫১