কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আয়োজনে ভাষা দিবস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা, কর্মশালা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ বুধবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন। এসময় বিতার্কিকদের আরও বেশি পরিশ্রম এবং জ্ঞান আহরণের পরামর্শ দেন তিনি।
উপাচার্য বলেন, আজকের আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার আয়োজকরা একদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় আয়োজন করবে। আমাদের বিতার্কিকরা তাদের সক্ষমতা ও পারদর্শীতা সেখানে প্রদর্শন করবে।
ভাষা দিবস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ এ চ্যাম্পিয়ন হয়েছে সরকারি দল অর্থনীতি বিভাগ এবং রানার্স আপ হয়েছে বিরোধী দল প্রত্নতত্ত্ব বিভাগ। এছাড়া সেরা বক্তা নির্বাচিত হয়েছে বিরোধী দলের সাদিয়া আফরিন।
অনুষ্ঠানে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলকে ট্রফি ও ক্রেস্ট প্রদান করা হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি আল নাঈমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের সঞ্চালনায় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান, সংগঠনটির মডারেটর ড. মোঃ আব্দুল্লাহ আল মাহবুব, কুমিল্লা জেলা জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট ওমর ফারুক ফাহিম। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available