জ.ই বুলবুল : এবারের অমর একুশে বইমেলায় জনপ্রিয় লেখক ডা. তানজিনা হোসেনের ‘কিনাবালুর গান’ ও ‘ফুসিয়া হাউস’ নামে দুটি বই প্রকাশিত হয়েছে।
আমাদের চারপাশ রহস্যে ভরপুর। এই রহস্যের উন্মোচন করতে চায় বিজ্ঞান। রহস্য এবং রহস্য উন্মোচনের চেষ্টার মোট দশটি বিজ্ঞান কল্পগল্পের সংকলন ‘কিনাবালুর গান’।
সায়েন্স ফিকশন ধর্মী এই বইটিতে দেখা যাবে- একদিন সকালে আমজাদ আলী নামের সাধারণ এক দোকানের ম্যানেজার আবিষ্কার করে তার হাতের লেখা, টিপসই, এমনকি রক্তের গ্রুপ পর্যন্ত পাল্টে গেছে। হাওরের জেলে হাসন মিয়ার জালে উঠে আসতে থাকে বিরল প্রজাতির সব মাছ। ওদিকে বাংলাদেশের প্রাণিবিজ্ঞানী নিকিতা গবেষণার কাজে ইন্দোনেশিয়া গিয়ে ভয়ানক বিপদে পড়ে। ভয়ংকর অগ্ন্যুত্পাতের কবল থেকে কিনাবালু পর্বতের আদিবাসীদের সুরক্ষা দেয় প্রকৃতি। এসব রহস্য ও তার শিহরণ জাগানো ব্যাখ্যা নিয়ে বিজ্ঞান কল্পগল্পের এ বই। বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯০ টাকা।
তানজিনা হোসেনের ‘ফুসিয়া হাউস’ নামে আরেকটি থ্রিলারধর্মী বই প্রকাশিত হয়েছে বাতিঘর প্রকাশনী থেকে। এই বিজ্ঞান কল্পকাহিনিতে বাংলাদেশের পাঠক সম্ভবত প্রথমবারের মতো বিজ্ঞানের জটিল ব্যাখ্যা ও তত্ত্বের পাশাপাশি থ্রিলার বা ফ্যান্টাসির স্বাদও পাবেন।
বইয়ের গল্পে দেখা যাবে- অপূর্ব নীল পাহাড়ি অর্কিড ফুসিয়া। কারো বাড়িতে এই ফুল নিয়ে যাওয়া মানে জীবন দিয়ে হলেও তাকে রক্ষার প্রতিশ্রুতি। গুলশানে এক বাড়ির নাম কেন ফুসিয়া হাউস? কেন এক শিল্পপতি শিল্পসংগ্রাহক প্রতিশ্রুতি ভঙ্গের অনুশোচনায় যন্ত্রণাদগ্ধ? আপনি জানবেন বুদ্ধের গাঢ় নীল এক ছবির রহস্য ও জটিল এক মানসিক ব্যাধি সম্পর্কে, বুঝবেন অসহ্য সুন্দরও কখনো বিপজ্জনক হয়ে উঠতে পারে। ‘ফুসিয়া হাউস’-এর মূল্য ২৬০ টাকা। বইমেলার বাতিঘর স্টল ২৬৮-২৭১ নম্বরে পাওয়া যাচ্ছে বইটি।
তানজিনা হোসেন পেশায় এক ডাক্তার। বর্তমানে একটি বেসরকারি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। চিকিৎসা সেবার পাশাপাশি নিয়মিত লেখালেখি করেন তিনি। ইতোমধ্যে তার লেখা অগ্নিপায়ী, আকাশ কত দূর, ছায়া পৃথিবী, শ্যাওলা পৃথিবী, বিউটি বোর্ডিং রহস্য, এটা একটা প্রেমের গল্প হতে পারতসহ বেশকিছু বই প্রকাশিত হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available