• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ রাত ০৮:১৫:৫৮ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ রাত ০৮:১৫:৫৮ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

তালতলীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন হাফেজ নাজমুল

২৮ এপ্রিল ২০২৪ বিকাল ০৫:১৮:১০

তালতলীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন হাফেজ নাজমুল

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে মায়ের সাথে শিমুল তুলা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন কোরআনে হাফেজ মো. নাজমুল হাসান (১৯)।

২৭ এপ্রিল শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের ছোট ভাইজোড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. নাজমুল হাসান একই গ্রামের মো. হক ইসলাম আকনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে তার মায়ের সাথে বাঁশের কঞ্চি নিয়ে শিমুল তুলা পাড়তে গাছে উঠেন নাজমুল। এই গাছের পাশ দিয়ে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন টানা ছিল। নাজমুল গাছের ডালে উঠে তুলা পাড়ার সময় অসাবধানতাবশত বাঁশের কঞ্চিটি পল্লী বিদ্যুতের একটি তারে লেগে যাওয়ায় বিদ্যুতায়িত হয়ে তুলাগাছ থেকে মাটিতে পড়ে যান। পরে তার মা চিৎকার করলে স্বজনরা এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

নিহতের ভাই মো. ওমর হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ভাই বিকালে মায়ের সাথে বাঁশের কঞ্চি নিয়ে গাছ থেকে তুলা পাড়তে যায়। এসময় বাঁশের কঞ্চি বিদ্যুৎতের তারের সাথে লেগে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত্যু ঘোষণা করেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










রাজস্থলীতে পাসের হার ৫৭. ৬০ শতাংশ
১২ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১৮:২৮