• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১০ই মাঘ ১৪৩১ রাত ১১:০১:৩৮ (23-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১০ই মাঘ ১৪৩১ রাত ১১:০১:৩৮ (23-Jan-2025)
  • - ৩৩° সে:

মতামত

শহীদ বুদ্ধিজীবী দিবস: শোকের ছায়ায় চাপা পড়ে থাকা কিছু প্রশ্ন

১৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:০১:৩৬

শহীদ বুদ্ধিজীবী দিবস: শোকের ছায়ায় চাপা পড়ে থাকা কিছু প্রশ্ন

ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম: আজ ১৪ ডিসেম্বর, জাতীয় শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের এ দেশীয় দোসরদের সহযোগিতায় বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে। এই দিনটি শোকাবহ হলেও আমাদের সামনে কিছু প্রশ্ন রেখে যায়, যা এখনও জাতীয় বিবেকের গভীরে আলোড়ন তোলে। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ নিঃসন্দেহে জাতির জন্য অমূল্য। কিন্তু বুদ্ধিজীবীদের ভূমিকা ও অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরে অনেক বিতর্ক ও প্রশ্ন রয়ে গেছে, যা একটি সুস্থ জাতীয় চেতনার জন্য গভীর বিশ্লেষণের দাবি রাখে। বুদ্ধিজীবীদের অবস্থান ও মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্টতা শহীদ বুদ্ধিজীবীদের তালিকায় এমন অনেকের নাম রয়েছে, যাদের মুক্তিযুদ্ধের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সংশ্লিষ্টতার প্রমাণ মেলে না। বরং তাদের মধ্যে কিছু সংখ্যক পাকিস্তানি সরকারের আনুগত্য বজায় রেখে রাজধানীতে সরকারি চাকরি চালিয়ে গেছেন এবং বিভিন্ন সুবিধা গ্রহণ করেছেন। অথচ মুক্তিযুদ্ধের সময় দেশের পেশাজীবী মহলের অনেকেই স্বেচ্ছায় নিজ অবস্থান ত্যাগ করে দেশ বা দেশের বাইরে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ যার যার ক্ষেত্রে অবদান রেখে জাতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কিন্তু শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে এমন কিছু ব্যক্তির নামও রয়েছে, যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর পক্ষ নিয়ে বিবৃতি দিয়েছেন বা সহযোগিতা করেছেন বলে জানা যায়। ঢাকা শহরে থেকে যাওয়ার সিদ্ধান্ত ঢাকা ছিল পাকিস্তানি সেনাবাহিনীর সবচেয়ে শক্তিশালী ঘাঁটি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাও ছিল সামরিক বাহিনীর নিবিড় পর্যবেক্ষণে। এই পরিস্থিতিতেও কিছু বুদ্ধিজীবী ক্যান্টনমেন্টের কাছাকাছি অবস্থান করে তাদের স্বাভাবিক পেশাগত জীবন চালিয়ে গেছেন। তারা কোনো ধরনের সক্রিয় প্রতিরোধ বা গোপন কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন কি না, তার প্রমাণ নেই। বরং প্রশ্ন ওঠে, তারা কেন পাকিস্তান সরকারের আনুগত্য বজায় রেখে চাকরি এবং অন্যান্য সুযোগ-সুবিধা গ্রহণ করেছিলেন? এ ধরনের আচরণ কি একটি গণহত্যাপূর্ণ যুদ্ধকালীন পরিস্থিতিতে নৈতিকতার প্রশ্ন তুলে না? বুদ্ধিজীবী হত্যাকাণ্ড: রাজনীতির ছায়া ১৯৭১ সালের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে পাকিস্তানি সেনাবাহিনী যখন নিশ্চিতভাবে পরাজয়ের সম্মুখীন, তখন তাদের সহযোগীরা সুপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড চালায়। উদ্দেশ্য ছিল স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করা। এটি স্পষ্টত একটি রাজনৈতিক পদক্ষেপ। কিন্তু হত্যাকাণ্ডে যাদের টার্গেট করা হয়েছিল, তাদের মধ্যে এমন কিছু ব্যক্তি অন্তর্ভুক্ত ছিলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় সরাসরি অবদান রাখেননি। তবুও তাদের জাতীয় বুদ্ধিজীবী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক হলেও জাতীয় পর্যায়ে এটি গভীরভাবে আলোচিত হয়নি। জাতীয় স্বীকৃতির প্রশ্ন স্বাধীনতার পরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দিনটি রাষ্ট্রীয়ভাবে পালিত হয়। কিন্তু প্রশ্ন হলো, শহীদ বুদ্ধিজীবী হিসেবে যাদের স্বীকৃতি দেওয়া হয়েছে, তাদের পূর্ণাঙ্গ যাচাই-বাছাই কতটা হয়েছে? শহীদ হওয়া নিঃসন্দেহে একটি মর্মান্তিক ঘটনা। কিন্তু শহীদদের তালিকায় কারা অন্তর্ভুক্ত হবেন এবং তাদের অতীত ভূমিকা কী ছিল, তা মূল্যায়নের প্রয়োজনীয়তা কি আমাদের সামনে নেই? জাতীয় স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে মুক্তিযুদ্ধের প্রতি তাদের অবস্থানকে কতটা বিবেচনা করা হয়েছে? মুক্তিযুদ্ধের চেতনার পুনঃমূল্যায়ন জরুরি মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের জাতীয় গৌরবের অংশ। শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের শোকের দিন হলেও, এটি আমাদের সামনে প্রশ্ন তোলে যে আমরা সত্যিই বুদ্ধিজীবীদের ভূমিকা ও অবদানের যথাযথ মূল্যায়ন করতে পেরেছি কি না। যারা মুক্তিযুদ্ধের সময় সক্রিয়ভাবে দেশের জন্য কাজ করেছেন, তারা কতটা স্বীকৃতি পেয়েছেন? আর যারা নিঃশব্দে নিজেদের স্বার্থ রক্ষা করেছেন, তারা কেন জাতীয় বুদ্ধিজীবী হিসেবে প্রতিষ্ঠিত হলেন? জাতির এই শোকাবহ দিনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। সেই সঙ্গে জাতীয় ইতিহাসের বিতর্কিত অধ্যায়গুলো বিশ্লেষণ করে একটি স্বচ্ছ ও প্রকৃত চিত্র জাতির সামনে তুলে ধরার আহ্বান জানাচ্ছি। শুধুমাত্র বেদনায় নয়, বুদ্ধিবৃত্তিক চর্চা ও সত্য প্রকাশের মাধ্যমে শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা আরও গভীর ও অর্থবহ হয়ে উঠবে। লেখক: কলামিস্ট, সমাজসেবক ও রাজনীতিবিদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আবারও ২০ বিলিয়নের নিচে রিজার্ভ
২৩ জানুয়ারী ২০২৫ রাত ০৮:৩০:৫৫



কালিয়াকৈরে বৃদ্ধের মরদেহ উদ্ধার
২৩ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৫৬:০৬



এবারের বিপিএলে প্রথম হারের স্বাদ পেলো রংপুর
২৩ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:২২:০৩


সিদ্ধিরগঞ্জে নারী-পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার
২৩ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:০৪:১০

ফখরুলের বক্তব্যের কড়া জবাব দিলেন উপদেষ্টা নাহিদ
২৩ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৩৮:৩৫