• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই বৈশাখ ১৪৩১ সকাল ০৬:১৯:২৪ (30-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই বৈশাখ ১৪৩১ সকাল ০৬:১৯:২৪ (30-Apr-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

দুর্গোৎসব উপলক্ষে সিদ্ধিরগঞ্জে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

১৬ অক্টোবর ২০২৩ বিকাল ০৫:১১:৩৯

দুর্গোৎসব উপলক্ষে সিদ্ধিরগঞ্জে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর সোমবার বেলা সাড়ে ১১ টায় সিদ্ধিরগঞ্জ থানার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল এস.এম জহিরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা অফিসার (ওসি) ইনচার্জ গোলাম মোস্তফা। সঞ্চালনায় ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র বর্মন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপনের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময় পূজা উৎযাপন পরিষদের নেতৃবৃন্দ বলেন, আমরা হিন্দু সম্প্রদায়ের লোকেরা নিজেদেরকে সংখ্যালঘু ভাবি না। হিন্দু-মুসলিম মিলে মিশে আনন্দ ভাগাভাগি করে সকল ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকি।

তারা জানান, সিদ্ধিরগঞ্জ এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের মোট ৭টি মন্দির রয়েছে। প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা ব্যবস্থা রাখা হবে। 

সভায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উৎসবজুড়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা কথা জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০
২৯ এপ্রিল ২০২৪ রাত ০৯:২৯:৩০







মাভাবিপ্রবিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
২৯ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:৩৮:৫৩