• ঢাকা
  • |
  • বুধবার ২৪শে বৈশাখ ১৪৩১ ভোর ০৫:৪৪:২৮ (08-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৪শে বৈশাখ ১৪৩১ ভোর ০৫:৪৪:২৮ (08-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ছেংগারচর পৌরসভা নির্বাচনে নৌকা বিজয়ী

১৭ জুলাই ২০২৩ রাত ০৮:৪০:৪৪

ছেংগারচর পৌরসভা নির্বাচনে নৌকা বিজয়ী

মতলব (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের উত্তর মতলবের ছেংগারচর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয় ১৭ জুলাই রোববার। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আরিফ উল্লাহ সরকার নৌকা প্রতীকে বেসরকারিবাবে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১২ হাজার ৬৮৯। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. নূরুল হক সরকার নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৯৬ ভোট। জয়ের ব্যবধান প্রায় ৬ হাজার ৫৯৩ ভোট।

সোমবার সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ করা গেছে। দুএকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে।

নির্বাচন উপলক্ষ্যে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান ও পুলিশ সুপার মিলন মাহমুদ। এছাড়াও নির্বাচনের মাঠে ছিলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‍্যাব, বিজিবি এবং পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

নির্বাচনে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন এবং সাধারন কাউন্সিলর পদে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৩৩৬ জন। এর মধ্যে পুরুষ ১৭ হাজার ২জন এবং নারী ১৬ হাজার ৩৩৪ জন। এবারই প্রথম এ পৌরসভার নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা মো. তোফায়েল আহমেদ বলেন, নির্ধারিত সময়ে  ভোট গ্রহণ শুরু হয়েছে। ১৬ টি ভোট কেন্দ্রে শান্তিপূন্যভাবে ভোট সম্পন্ন হয়েছে।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২ ও ৩ নং সংরক্ষিত  ওয়ার্ডে বিজয়ী হয়েছে ছালমা বেগম (চশমা)। ৪,৫ ও ৬ নং সংরক্ষিত ওয়ার্ডে বিজয়ী হয়েছে আকলিমা বেগম (আনারস)। ৭,৮ ও ৯নং সংরক্ষিত  ওয়ার্ডে  বিজয়ী হয়েছে নূরুনাহার (আনারস)।

কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন মো.সবুজ মিয়া (টেবিল লাম্প)। ২ নং ওয়ার্ডে মো: হারিছ খান( ডালিম), ৩ নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম( ডালিম), ৪ নং ওয়ার্ডে মো. শাহজালাল (পাঞ্জাবি), ৫ নং ওয়ার্ডে মান্নান বেপারি (পাঞ্জাবি), ৬ নং ওয়ার্ডে আমান উল্লাহ (পাঞ্জাবি), ৭নং ওয়ার্ডে আনোয়ার হোসেন (উঠপাখি), ৮ নং ওয়ার্ডে শাহাজাহান মোল্লা (ব্লাকবোর্ড), ৯ নং ওয়ার্ডে বোরহান উদ্দিন (উঠ পাখি) বিজয়ী হয়েছেন।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ