খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: চিকিৎসক, নার্সসহ জনবল সংকটে ব্যাহত হচ্ছে কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা। কাগজে কলমে ৫০ শয্যার হলেও মাত্র ২ জন চিকিৎসক দিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম। আবার এই দুইজনই ডিউটি করেন খেয়াল খুশি মতো। আর হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়েও রয়েছে নানা অভিযোগ। এ কারণেই প্রত্যন্ত অঞ্চল থেকে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ পড়ছেন চরম ভোগান্তিতে।
খোকসার প্রায় ২ লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র সরকারি হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই হাসপাতালে উপজেলার পার্শ্ববর্তী পাংশা ও কুমারখালী থেকেও রোগীরা আসে চিকিৎসা নিতে। শুরুতে এটি ২০ শয্যায় থাকলেও পরবর্তীতে তা উন্নিত করা হয় ৫০ শয্যায়। ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের ২২টি পদের মধ্যে শূন্য আছে ১৩টি। যেসব ডাক্তার রয়েছেন, তারাও ডেপুটেশনে দায়িত্ব পালন করছেন অন্যত্র। এছাড়াও তৃতীয় শ্রেণির ১৮টি, চতুর্থ শ্রেণির ১৩টি এবং নার্সের ৬টি পদ শূন্য রয়েছে।
প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় ব্যান্ডেজ সেলাইসহ বিভিন্ন অস্ত্রোপাচার করছেন পিয়ন ও ওয়ার্ডবয়রা। ফলে সব সময় রোগীরা থাকেন মৃত্যুর ঝুঁকিতে। এছাড়াও হাসপাতালে নার্সদের ব্যবহার, খাবারের মান এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়েও রয়েছে নানা অভিযোগ। রয়েছে দালানের উৎপাত।
শিগগিরই রোগীদের সেবা নিশ্চিতে প্রয়োজনীয় চিকিৎসক, নার্সসহ জনবল নিয়োগ দিয়ে দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে সরকারের দায়িত্বশীল বিভাগ কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান স্থানীয়দের।
খোকসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাজীব কুমার সাহা বলেন, এত কম সংখ্যক ডাক্তার দিয়ে আউট ডোর, ইনডোর ও ইমারজেন্সি বিভাগ চালাতে হিমশিম খেতে হচ্ছে। হাসপাতালটিতে দালাল মুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণও করেন তিনি।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন চিকিৎসক, নার্সসহ জনবল সংকটের কথা স্বীকার করে জানান, বিষয়টি সম্পর্কে পরিচালককে অবহিত করা হয়েছে। সংকট নিরসনে প্রধান উপদেষ্টা মহোদয়কেও অবগত করা হবে বলেও জানান সিভিল সার্জন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available