• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:০৯:০৬ (09-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:০৯:০৬ (09-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখাই এখন জাতির পবিত্র দায়িত্ব: মনোরঞ্জন শীল গোপাল

৫ অক্টোবর ২০২৩ সকাল ০৮:৫১:০৯

মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখাই এখন জাতির পবিত্র দায়িত্ব: মনোরঞ্জন শীল গোপাল

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখাই এখন জাতির পবিত্র দায়িত্ব। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে গেলে মুক্তিযুদ্ধের চেতনার শক্তি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তা না হলে আবার যদি একাত্তরের পরাজিত শক্তির উত্থান হয়, তবে বাংলাদেশ হবে নব্য আফগানিস্তান।

৪ অক্টোবর বুধবার দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাইলট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিশ্ব প্রেক্ষাপটে বাংলাদেশ সময়োপযোগী সঠিক ভূমিকা পালন করছেন জননেত্রী শেখ হাসিনা। আজ অর্থনৈতিক মুক্তিকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন। শিক্ষার ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার একটা বিপ্লব সাধন করেছে। আমাদের দেশে ঝরে পড়া শিক্ষার্থীর হার আজকে প্রায় শূন্যের কোটায়। প্রত্যেকটি অভিভাবক তাদের সন্তানকে শিক্ষাঙ্গনে প্রেরণের জন্য তাগিদ দেন। কারণ, শিক্ষার ব্যয়ভার নিয়েছে সরকার।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু পাঠ্য বই পড়ে জিপিএ-৫ পেলে চলবে না। প্রত্যেক শিক্ষার্থীকে বাংলাদেশের ইতিহাস জানতে হবে। স্বাধীনতা কী, সেটি জানতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে এগিয়ে যেতে হবে। বর্তমানে মাদ্রাসার শিক্ষার্থীরাও ম্যাজিস্ট্রেট, ইউএনও হয়ে দেশের কাজ করছে। তাই সকল শিক্ষার্থীকে অবশ্যই মানবিক শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং অসাম্প্রদায়িক হতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে এলাহীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সদস্য নুর ইসলাম নুর, পাইলট স্কুলের প্রধান শিক্ষক বিদ্যুৎ কুমার কবিরাজ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ