• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ দুপুর ০১:৪৫:৫০ (17-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ দুপুর ০১:৪৫:৫০ (17-May-2024)
  • - ৩৩° সে:

নজরুল সংগীতে প্রথম নরসিংদীর রাতিন

নরসিংদী প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহে ঢাকা বিভাগীয় পর্যায়ে নজরুল সংগীতে প্রথম স্থান অর্জন করেছেন ইফতা রাখিল রাতিন।১৪ মে মঙ্গলবার বিভাগীয় প্রতিযোগিতায় গ্রুপ পর্যায়ে তিনি প্রথম হন। আগামী সংগীত অনুষ্ঠানে  জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় দেশসেরা হওয়ার লড়াইয়ে তিনি অংশ নেবেন।নরসিংদী শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম ভূঁইয়া রাখিলের মেয়ে ইফতা রাখিল রাতিন। চার বছর বয়সে রাতিন গানের হাতেখড়ি। তখন থেকে অনেক গুণী শিল্পীদের কাছে গান শেখার সুযোগ হয়েছে তার। রাতি নরসিংদীর শিল্পকলা অ্যাকাডেমির ছাত্রী।রাতিন তার ভালো কণ্ঠের কারণে ঢাকা, নরসিংদী জেলা, উপজেলাসহ বিভিন্ন জায়গায় গানের বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করে সাফল্যের কৃতিত্ব রেখেছেন। পুরো নরসিংদী জেলাজুড়ে রাতিনের গান সবার পছন্দের তালিকায় থাকে। সরকারি বেসরকারি বিভিন্ন অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, নজরুল সংগীতসহ বাংলা আবহমান ঐতিহ্যবাহী বিভিন্ন গান গেয়ে থাকে রাতিন।ইফতা রাখিল রাতিন বলেন, পড়াশোনার পাশাপাশি সারা জীবন গানকে ধরে রাখতে চাই। গান আমার শখ, আমার সাধনা এবং ভালোবাসা। আমি বিভিন্ন সময় নানান প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। চেষ্টা করি ভালো কিছু করার জন্য। খুব ছোট সময় থেকে বাবা-মার অনুপ্রেরণায় আমার গানে প্রবেশ করা। আমি একদিন গানের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে চাই।