• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:৩৪:৪৬ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:৩৪:৪৬ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শ্রীপুরে অপহরণের পর হত্যার ঘটনায় গ্রেফতার ৩

২ অক্টোবর ২০২৩ রাত ০৯:০৭:১৮

শ্রীপুরে অপহরণের পর হত্যার ঘটনায় গ্রেফতার ৩

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে স্কুল ছাত্রকে অপহরণের পর গলাকেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে শ্রীপুর থানা পুলিশ। ২ অক্টোবর সোমবার দুপুরে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, ২৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫ টার দিকে নিহত রামিমুল ইসলাম বিজয় (১৪) নিখোঁজ হন। নিখোঁজের ঘটনায় শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন নিহতের চাচা জুয়েল বেপারী। পরে তথ্যপ্রযুক্তির সাহায়তায় ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।

এ ঘটনায় নিহত রামিমুলের মা বাদী হয়ে রোববার ৩ জনের বিরুদ্ধে শ্রীপুর থানায় ১টি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

গ্রেফতাররা হলেন, গাজীপুরের শ্রীপুর চন্নাপাড়া এলাকার মৃত নূর হোসেনের পুত্র জুয়েল বেপারী (৩৫), একই এলাকার দেলোয়ার হোসেনের পুত্র জোবায়ের ইসলাম জিহাদ (২০) এবং ময়মনসিংহের নান্দাইল থানার গাছদরিল্লা এলাকার মজনু মিয়ার পুত্র উজ্জ্বল মিয়া ওরফের শামীম (২৫)।

ঘটনা সূত্রে জানা যায়, ২৬সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫ টার দিকে শ্রীপুরের গোসিঙ্গা ইউনিয়নের কর্ণপুর গ্রামের খিলাউফুই টেক নামক গজারি বনের ভেতরে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয় রামিমুল ইসলাম বিজয়কে। গলা কেটে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলা হয়। আসামী জুয়েল বেপারী হত্যার ঘটনা ধামাচাপা দিতে নিহত জুয়েল ব্যাপারির মা কে সাথে নিয়ে বিজয় নিখোঁজের বিষয়ে শ্রীপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

থানায় নিখোঁজের ডায়েরি করার পর শ্রীপুর থানার পুলিশের একাধিক দল বিজয়কে উদ্ধারে মাঠে নামে। জিডির সূত্র ধরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্ত জিহাদকে চন্নাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যমতে শামীমকে নেত্রকোনার নান্দাইল থানার ধলিয়াপাড়া গ্রাম থেকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যমতে শ্রীপুরের কেওয়া চন্নাপাড়া থেকে বিজয়ের চাচা জুয়েল বেপারীকে আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্যমতে ঘটনাস্থল থেকে বিজয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। জিডির সূত্রধরে ৩ জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে আটকদের অধিকতর জিজ্ঞাসাবাদ করে হত্যার মুল রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ