• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে বৈশাখ ১৪৩১ রাত ০১:৪৩:১৬ (13-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২৯শে বৈশাখ ১৪৩১ রাত ০১:৪৩:১৬ (13-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পলাশে সার কারখানার আবাসিক এলাকা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

৩০ সেপ্টেম্বর ২০২৩ রাত ০৮:০০:৩৩

পলাশে সার কারখানার আবাসিক এলাকা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

নিহত হানিফ মিয়ার মরদেহ দেখে তার মায়ের আহাজারি

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশে হানিফ মিয়া (৩০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩০ সেপ্টেম্বর শনিবার দুপুরে উপজেলার ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার আবাসিক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হানিফ মিয়া পলাশের ভাগ্যেরপাড়া গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে। সে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের আবাসিক এলাকায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতো।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, হানিফ মিয়া গতকাল রাতে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। সকালে খানেপুর গ্রামে অবস্থিত ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার আবাসিক এলাকার রাস্তার পাশে একটি মাটির স্তুপের ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঠিকাদার শাহিন ও ভ্যাকুচালক আব্দুল খালেককে আটক করে পুলিশ।

তথ্যটি নিশ্চিত করে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) ইমদাদুল হক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা ভোর সকালের কোনো এক সময় তাকে হত্যা করে মরদেহ এখানে ফেলে দেওয়া হয়েছে।

বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে উল্লেখ করে এ ঘটনায় জড়িতদের বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন ওই পুলিশ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ