• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৫:১৮:০৬ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৫:১৮:০৬ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কাপ্তাই হ্রদে মিলল ২৩ কেজির বাঘাআইড়, বিক্রি হলো ৫৭ হাজার টাকায়

৩০ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৭:৫৫:১১

কাপ্তাই হ্রদে মিলল ২৩ কেজির বাঘাআইড়, বিক্রি হলো ৫৭ হাজার টাকায়

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই হ্রদে জেলেদের জালে ধরা পড়লো ২৩ কেজি ওজনের বিরল প্রজাতির বাঘাআইড় মাছ। মাছটি ২৯ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের মাছ ব্যবসায়ী তৈয়বের দোকানে বিক্রির জন্য আনা হলে সেটি এক নজর দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

পরে মাছটি পাইকারি ধরে ৫৭ হাজার ৫শ টাকায় বিক্রি করেছেন মাছ ব্যবসায়ী আবু তৈয়ব।

বিগত কয়েক দশকে কাপ্তাই হ্রদে এত বড় মাছ আর পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয় মৎস্য ব্যবসায় ও জেলেরা।

খবর পেয়ে বনরূপা বাজারের আরেক ব্যবসায়ী ২৫শ টাকা কেজি ধরে মাছটি কিনে নিয়ে যান। বাঘাআইড় মাছটি রাঙামাটির সুভলং এলাকায় জেলের জালে ধরা পড়ে।

রিজার্ভ বাজারে দীর্ঘদিন ধরে মাছ ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ী রাখাল নাথ ও মো. ইউছুফ জানিয়েছেন, আমরা রাঙামাটিতে দীর্ঘ ৪০ বছর মাছের ব্যবসা করে আসছি। এই প্রথমবার এতো বড় বাঘাআইড় মাছ ধরা পড়ল এই হ্রদে।

রাঙামাটি মৎস্য গবেষণা ইন্সটিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা বিএম শাহিনুর রহমান মুঠোফোনে জানিয়েছেন, কাপ্তাই হ্রদে বাঘাআইড় মাছের অস্থিত্ব আগে থেকেই রয়েছে, বিগত ২০১৯, ২০২০ ও ২০২১ সালে কাপ্তাই হ্রদে ২ থেকে ৪ কেজি ওজনের বাঘাআইড় মাছ পাওয়া গেলেও এতো বড় বাঘাআইড় মাছ আগে ধরা পড়েছে এমন তথ্য আমার কাছে নাই। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ