• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ০৬:১৯:৪৫ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ০৬:১৯:৪৫ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গুরুদাসপুরে ৩ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

২৯ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:১৩:০২

গুরুদাসপুরে ৩ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: বেসরকারি সেবা সংস্থ্যা এল্ডারলি কেয়ার বাংলাদেশের উদ্যোগে ৩ হাজার রোগীকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা প্রদান করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর শুক্রবার গুরুদাসপুরের খুবজিপুরে দিনব্যাপি এ কর্মসূচি পালন করা হয়। শুধু প্রবীণ নয়, এল্ডারলি কেয়ারের সদস্য নয় বিভিন্ন বয়সি এমন আরও ১ হাজার ৩০০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। চিকিৎসার পাশাপাশি এসব রোগীদের বিনামূল্যে ওষুধও দেয়া হয়।

আয়োজক সূত্র জানিয়েছে- ‘প্রবীণদের সেবা দিন, আপনার বার্ধক্যের প্রস্তুতি নিন’, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে চলনবিলের প্রবীণ জনগোষ্ঠিকে স্বাস্থ্যসেবা প্রদান করতেই এ হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়।

উপজেলার খুবজিপুরে অধ্যক্ষ আব্দুল হামিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হেলথ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন- নাটোর-৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম শিশির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান ডা. রইচ উদ্দিন, গুরুদাসপুর পৌর মেয়র শাহনেওয়াজ আলী, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান প্রমুখ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ওই হেলথ ক্যাম্পটির আয়োজন করে এল্ডারলি কেয়ার বাংলাদেশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ