• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ০৭:৩৩:২৮ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ০৭:৩৩:২৮ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মেহেরপুরে ভেজাল কপি বীজে ক্ষতিগ্রস্ত চাষিদের মানববন্ধন

২৮ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৪:২৮:২১

মেহেরপুরে ভেজাল কপি বীজে ক্ষতিগ্রস্ত চাষিদের মানববন্ধন

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে রাজাসান নামের বাঁধাকপির ভেজাল বীজে ব‍্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় চাষিরা। এর প্রতিবাদে বীজ ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন করেছেন তারা। ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বন্দর মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বন্দর কৃষক সমাজের আয়োজনে মানববন্ধনে এলাকার শতাধিক চাষি অংশগ্রহণ করেন। এসময় অসাধু বীজ ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ ক্ষতিপূরণের দাবি জানান চাষিরা।

মানববন্ধনে চাষিরা অভিযোগ করে জানান, বাজারের দোকানীরা নিম্মমানের বীজ দামি প্যাকেটজাত করে উচ্চমূল্যে বিক্রি করে তাদের সঙ্গে প্রতারণা করেছেন। শহরের বীজ ব‍্যবসায়ী দয়াল রানা ও সুমনা বীজ ভান্ডারের সুমনের কাছ থেকে এসব বীজ কিনে প্রতারিত হয়েছেন চাষিরা।

চাষিরা প্রতারক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা দাবি করেন।

মানববন্ধনে প্রতারিত চাষিদের মধ্যে হাবিব, শরিফুল, রাশিদুল, রিপন, মহাসিনসহ শতাধিক চাষি অংশগ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ