• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:১১:২৭ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:১১:২৭ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

দৌলতদিয়ায় জুয়া খেলার উপকরণসহ ২ জুয়াড়ি আটক

২৫ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৫০:৩৮

দৌলতদিয়ায় জুয়া খেলার উপকরণসহ ২ জুয়াড়ি আটক

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী জেলার দৌলতদিয়ায় ফেরিতে টাকার বিনিময়ে জুয়া খেলার অভিযোগে দুই জুয়াড়িকে আটক করেছে নৌ-পুলিশ। ২৪ সেপ্টেম্বর রোবরার দিবাগত রাতে পদ্মা নদীর ১নং ফেরি ঘাট সংলগ্ন ছোট একটি পরিত্যাক্ত ঘর থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা মৃত্যু উকিল মোল্লার ছেলে মো. হাবু মোল্লা (৪০) ও মৃত নবু খারঁ ছেলে নুরু খাঁ (৪৩)। তারা দুইজন গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া গ্রামের ২নং ফেরিঘাটের বাসিন্দা।

জানা যায়, এই চক্রটি দীর্ঘদিন যাবত ফেরিতে যাত্রীদের বেশি টাকার জেতার প্রলোভন দেখিয়ে জুয়া খেলায় উৎসাহিত করে সর্ব শান্ত করে আসছিলো। এমন ঘটনায় কয়েকদিন আগে বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ায় এ নিয়ে সংবাদ প্রচারিত হলে নড়েচড়ে বসে নৌ-পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর প্রেক্ষিতে সোমবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সোমবার বিকেলে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ জেএম সিরাজুল কবির সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোবরার দিবাগত রাতে এস আই মো. ফরিদ উদ্দিন, এএসআই মো. বদরুল ইসলাম ও পুলিশ কনেস্টবল মো. আবু বকর, সোহেল রানা, মো. ইলিয়াস হোসেন,এবং সাইদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। এসময় পদ্মা নদীর ১নং ফেরি ঘাট সংলগ্ন ছোট একটি পরিত্যাক্ত ঘর হতে জুয়া খেলা অবস্থায় হাবু মোল্লা ও নুরু খাঁকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০টি তাশ ও ৬৭০ টাকাসহ জুয়া খেলার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

অভিযানকালে তাদের সাথে থাকা আরও বেশ কয়েকজন জুয়াড়ি দৌড়ে পালিয়ে যায়।

পরে প্রকাশ্য জুয়ার আইনের ৩ ও ৪ ধারায় একটি মামলা দায়ের করে আসামী ২ জনকে রাজবাড়ী কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ
১০ মে ২০২৪ সকাল ০৮:১৪:১০